

চিকিৎসা মনোবিজ্ঞান Clinical psychology
মানব ইতিহাসে সভ্যতার বিকাশ সম্ভব হয়েছে জ্ঞান চর্চার মাধ্যমেই। এই জ্ঞান ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং পাঠ ও চর্চার নতুন নতুন বিষয় সৃষ্টি করেছে। বর্তমান কালে মানুষ সংক্রান্ত জ্ঞানের চর্চাভিত্তিক বিষয়ের সংখ্যা অনেক যার মধ্যে অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি বিষয় মনােবিজ্ঞান। একথা সত্য যে জ্ঞান চর্চার ক্ষেত্রে মনােবিজ্ঞান বিষয়টির উৎপত্তি এবং ইতিহাস অত্যন্ত প্রাচীন। গ্রিক সভ্যতার সময় থেকেই মনােবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিন্তাবিদদের মনােযােগ আকর্ষণ করে। তৎকালীন গ্রিক মণীষীদের অধিকাংশই মনােবিজ্ঞান নিয়ে যথেষ্ট আলােচনা ও গবেষণা করেছেন। সে সময় মানুষের মন ও আত্মাকে জানাই ছিলাে মনােবিজ্ঞানের প্রধান কাজ। কারণ তকালীন সময়ে মানুষের কাছে যে সকল বিষয় সবচেয়ে বেশি রহস্যময় ছিলাে তার মধ্যে মানুষের মন ও আত্মা অন্যতম।
এরপর চলেছে সভ্যতার চরম চড়াই-উত্রাই ও জ্ঞান বিকাশের দীর্ঘ পথপরিক্রমা। এরই কাঁধে কাঁধ মিলিয়ে মনােবিজ্ঞানের বিকাশ, বিবর্তন, পরিবর্তন, সংশােধন হয়েছে যুগে যুগে নানা দেশে। তবে, বেশির ভাগ ক্ষেত্রেই মনােবিজ্ঞানের অবস্থান ছিলাে দর্শনের পরিধির মধ্যে। ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দী জুড়ে মনােবিজ্ঞান এক নতুন মাত্রায় (new dimension) বিকশিত হয়েছে। তখন থেকে শুরু করে বর্তমান মনােবিজ্ঞান দর্শনের পথ ছেড়ে বিজ্ঞানের পথে ব্যাপক পদচারণা করে আসছে। আর এ বৈজ্ঞানিক বিকাশের চরম উৎকর্ষ সাধিত হচ্ছে সাম্প্রতিককালের আধুনিক মনােবিজ্ঞানের গবেষণা, নব-আবিষ্কার এবং তার ব্যাপক প্রয়ােগের মধ্য দিয়ে। এটা অনস্বীকার্য যে চিকিৎসা মনােবিজ্ঞান আধুনিক মনােবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মনােবিজ্ঞানে এটির পদচারণা খুব বেশি দিনের না হলেও, বর্তমানে এর বিকাশ ও ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অস্বাভাবিক মনােবিজ্ঞান ব্যতীত আধুনিক মনােবিজ্ঞান অনেকাংশে গুরুত্বহীন। কেননা চিকিৎসা মনােবিজ্ঞান ফলিত মনােবিজ্ঞানের শাখাগুলাের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
- নাম : চিকিৎসা মনোবিজ্ঞান
- লেখক: ড. কাজী সাইফুদ্দীন
- প্রকাশনী: : আবীর পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 224
- ভাষা : bangla
- ISBN : 9847014600113
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020