

শিশু-কে কিভাবে সুস্থ রাখবেন
শিশুরা জাতির সম্পদ। একটা দেশের উন্নয়ন পরিস্থিতি জানা যায় সে দেশের শিশুরা কেমন অবস্থায় আছে তা দেখে। সেক্ষেত্রে শিশু-স্বাস্থ্যের বিষয়টি স্বভাবতই সামনে চলে আসে। শিশুকে সুস্থ, সুন্দর করে আগামী দিনের নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শুধু বাবা-মা বা পরিবারেরই নয়, এ দায়িত্বের অংশীদার চিকিৎসকও। সমগ্র দেশের শিশুদের সার্বিক স্বাস্থ্য উন্নয়নে সরকার তথা রাষ্ট্রের দায়িত্ব অপরিসীম। আমাদের জাতীয় উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে প্রথমেই নজর দেয়া দরকার শিশুস্বাস্থ্য উন্কে। কারণ বিস্ফারন্মোখ জনসংখ্যার এদেশে প্রতিবছর প্রায় ৪০ লাখ শিশু জন্ম নিচ্ছে। এদের স্বাস্থ্য ও শিক্ষায় সুন্দর করে গড়ে তুলতে না পাড়লে আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টাই ব্যর্থ হবে। স্বাধীনতার পর থেকেই এক্ষেত্রে সরকারী বেসরকারী নানা উদ্যোগ নেয়া হয়েছে, চলছে নানা কার্যক্রম। কিছু কিছু ক্ষেত্রে সফলতাও এসেছে। কিন্তু তারপরও শিশু স্বাস্থ্যের বিভিন্ন দিকে অনেক কর্মসূচীও লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। শিশুদের প্রকৃত অবস্থা পর্যালোচনা করার জন্যে ইউনিসেফ প্রণীত 'বাংলাদেশ শিশু পরিস্থিতি' প্রতিবেদনের বিভিন্ন সূচকের দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন।
- নাম : শিশু-কে কিভাবে সুস্থ রাখবেন
- সম্পাদনা: ডা. সুমন চৌধুরী
- প্রকাশনী: : আফসার ব্রাদার্স
- ভাষা : bangla
- ISBN : 9848005519
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2014