
দ্য ম্যাজিক অব রিয়্যালিটি
"দ্য ম্যাজিক অব রিয়্যালিটি" বইয়ের পিছনের কভারের লেখা:
ব্রিটিশ জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্সের বেস্টসেলিং বই দ্য ম্যাজিক অব রিয়্যালিটিতে দেখিয়েছেন বাস্তবতা তথা প্রকৃত সত্যের সৌন্দর্য অলৌকিকতার সৌন্দর্যকেও হার মানায়। অলৌকিকতার বিপরীত হচ্ছে বিজ্ঞান। বিপরীত হওয়া সত্ত্বেও বৈজ্ঞানিক। সত্যের সৌন্দর্য মাঝে মাঝে অলৌকিক রূপকথার গল্পকেও হার মানায়। সারাংশ ‘দ্য ম্যাজিক অব রিয়্যালিটি’ বইটি লেখেছেন রিচার্ড ডকিন্স এবং ভাষান্তর সিরাজাম মুনির শ্রাবণ বইটেতে শুরুই করা হয়েছে রিয়্যালিটি বা বাস্তবতা কী দিয়ে। জগতে যার অস্তিত্ব আছে তা-ই বাস্তব, জগতে যা বাস্তব তা-ই হলো বাস্তবতা। আসলে বাস্তবতা শব্দটি এতটা সোজাসাপ্টা নয়। যেমন ডায়নোসরদের কথা বিবেচনা করি, অনেক আগে এদের অস্তিত্ব ছিল কিন্তু এখন আর নেই।
বর্তমানের প্রেক্ষাপটে এরা কি বাস্তব? আকাশের তারাদের কথা বিবেচনা করি একটি তারাকে যে রূপে দেখছি এটি সত্যিকার অর্থে সেই রূপে নাই কারণ তারা পৃথিবী থেকে হাজার হাজার কোটি মাইল দুরে আছে এবং এদের আলো পৃথিবীতে আসতে আসতে যে সময় লাগে তার ভিতরে এই তারাদের অনেক গুলো ধ্বংস হয়েগেছে। যেমন সূর্য আলো পৃথিবীতে আসতে ৮মিনিট ২০সেকেন্ড লাগে তার অর্থ সূর্য কখনো ধ্বংস হয়ে গেলে আমরা পৃথিবীর মানুষ তা ৮মিনিট ২০সেকেন্ড পর জানতে পারবো।
কিনবা ব্যাকটেরিয়ার কথা যা আমরা খালি চোখে দেখিনা কিন্তু যার অস্তিত্ব আছে এই গুলো তো আমরা দেখতে পারি কিন্তু যে দেখতে বা ধরতে পারিনা যেমন রেডিও তরঙ্গের কথা, এইটি আমাদের বায়ুমণ্ডলে আছে কিন্তু আমরা দেখতে বা ধরতে পারিনা এইভাবে লেখক তার লেখার মাধ্যমে ব্যাখা দিয়ে রিয়্যালিটি আসলে কি, তা খুব চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন।
- নাম : দ্য ম্যাজিক অব রিয়্যালিটি
- লেখক: রিচার্ড ডকিন্স
- অনুবাদক: সিরাজাম মুনির শ্রাবণ
- প্রকাশনী: : রোদেলা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 320
- ভাষা : bangla
- ISBN : 9789849238171
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2017