চলি এখন গর্ব করে
দেখেছি আমরা গান করে পাখি পাখির আপন ভাষায় মানুষেরও থাকে নিজ নিজ ভাষা ভাষাটা কাঁদায়-হাসায় কারো ভাষা রুশ, আরবি, ফরাসি চীনা, ইংরেজি, হিন্দি কারো জার্মান, স্পেনীয়, জাপানি পর্তুগিজ বা সিন্ধি।
আমাদের ভাষা বাংলা, জেনেছি মায়ের কোলটি থেকে সেই ভাষা কেড়ে নিতে গেলে কেউ আমরা বসেছি বেঁকে। তখন এ দেশ করত শাসন পাকিস্তানের জঙ্গি মানুষের মতো দেখতে হলেও স্বভাবে পশুর ভঙ্গি। উর্দুপ্রীতিটা এত বেশি ছিল দিতে চেয়েছিল চাপিয়ে মাতৃভাষা ও মাতৃপ্রীতিতে আমরা পড়েছি ঝাঁপিয়ে।
সালাম, রফিক কত বরকত রাজপথে প্রাণ দিয়েছে সেই উনিশ শ বায়ান্ন সাল ইতিহাস হয়ে গিয়েছে।
কত রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি বাংলা ভাষা সারা বিশ্বের স্বীকৃতি পেয়ে মিটেছে জাতির আশা।
- নাম : চলি এখন গর্ব করে
- লেখক: স. ম. শামসুল আলম
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 40
- ভাষা : bangla
- ISBN : 9789848069967
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2024
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন