
জীবনের গানিতিক রহস্যঃ পপুলেশন জেনেটিক্স ও গেইম থিওরি
জীববিজ্ঞানকে গাণিতিক দৃষ্টিকোণ থেকে দেখার রীতি খুব একটা নতুন নয়। পাশ্চাত্য থেকে শুরু করে আমাদের পাশের দেশেও এ বিষয়টি অনেকটা স্বাভাবিক হিসেবে গণ্য। কিন্তু বাংলাদেশে এই চর্চা অনেকটাই পিছিয়ে। জীববিজ্ঞানকে আমরা এখনও মুখস্তবিদ্যার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারিনি। এই বইটি সম্ভবত বাংলা ভাষায় এরকম ঘরানার প্রথম প্রয়াস। তবে শুধু নতুনত্বের খাতিরে জীববিজ্ঞানে গণিত আমদানি করতে হবে, তা নয়। প্রকৃতিবিজ্ঞানের কোনাে শাখা গণিত ছাড়া একটা নির্দিষ্ট স্তরের পরে আর এগােতে পারে না, জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। পরিমাপ হলাে বিজ্ঞানের অন্যতম প্রধান স্তম্ভ আর পরিমাপ মানেই গণিত। সেদিক থেকে জীববিজ্ঞানও গণিতের আওতার বাইরে থাকতে পারে না। বাংলা ভাষায় সেই শূন্যতা পূরণে এটি প্রথম পদক্ষেপ হতে পারে। গণিত ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা যেমন এ বইটি থেকে তাদের নিজ নিজ শাখা চর্চার নতুন ক্ষেত্রের সন্ধান পাবেন, তেমনি জীববিজ্ঞানের শিক্ষার্থীরা এ বইতে পাবেন তাদের জানা জিনিসের আরও সুনির্দিষ্ট প্রতিফলন।
জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণেচ্ছ শিক্ষার্থীদেরও বইটি কাজে লাগবে। বইটি পড়তে হলে জীববিজ্ঞান বা গণিত কোনােটাতেই বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। বইটির বেশিরভাগ অংশ হৃদয়ঙ্গম করতে মাধ্যমিক স্তরের জীববিজ্ঞান ও সাধারণ গণিতের জ্ঞান যথেষ্ট। এর প্রতিটি অধ্যায়ে রয়েছে হাতেকলমে করার মতাে নানারকম খেলা যেগুলাে প্রকৃতপক্ষে জীববিজ্ঞানের বিভিন্ন মডেলের গাণিতিক অনুশীলন। পপুলেশন জেনেটিক্স এবং গেইম থিওরির গাণিতিক মডেলের মাধ্যমে কীভাবে জীববিজ্ঞানকে গভীরভাবে বােঝা যায়, তার একটা প্রাথমিক ধারণা দেওয়া এই বইয়ের অন্যতম উদ্দেশ্য।
- নাম : জীবনের গানিতিক রহস্যঃ পপুলেশন জেনেটিক্স ও গেইম থিওরি
- লেখক: সৌমিত্র চক্রবর্তী
- প্রকাশনী: : অনুপম প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 376
- ভাষা : bangla
- ISBN : 9789849374343
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2019