
ঘুণে ধরা শহরে
‘ঘূণে ধরা শহরে’ শতবর্ষী পুরাতন ব্রীজের মতো জীর্ণ নয়, শিশিরের শুভ্রতায় প্রেয়সীর হাতপাখার বাতাসে ঘর্মাক্ত শরীর জুড়ানোর মতোই আরামদায়ক। প্রেয়সী কী তা জানি না। তবু নিরন্তর পথচলা একজন প্রেয়সীর খোঁজে আপন মনে।
গল্প করা ও শোনা এ নগরের মানুষের এখনকার অভ্যাস নয়। যানযটে ভরা এ নগরের মানুষের মুখ প্রতিদিন পরিবর্তন হয়ে হিং¯্র দানবরূপ ধারন করে। অথচ গল্প মানুষকে ভালোবাসতে শেখায় আর...! এত হাসি মায়া জোৎস্না ভালোবাসা আরও কত কী! আধুনিক যুগে সবাই যখন প্রেমের কবিতা লিখতে ব্যস্ত তখন ওয়ালিউল ইসলামের কবিতা মানুষের বিবেকবোধকে জাগ্রত হতে প্রেরণা জোগায়। সত্যিকারের হৃদয়ের ভালোবাসার বহিপ্রকাশ হয় কবিতার পঙ্তিতে পঙ্তিতে।
না, কবি প্রেম বিদ্বেষী নয়। হৃদয়ে হৃদয়ে আবেগের বিভিৎস কাঁটাছেঁড়াকে ঠেলে মানবতা ও মনুষ্যত্বের কবি হওয়ার নিরলস প্রয়াস।
কবি প্রেম ধারণ করেন অন্তরে, হৃদয়ের অন্তহীন গহীনে। কারো পথ না মাড়িয়ে, কারো পথ রুদ্ধ না করে এক মানবিক সমাজের স্বপ্ন তার কবিতায়। যেখানে ভালোবাসা দাঁড়িয়ে আছে অমরত্ব নিয়ে পাশাপাশি রয়েছে নতুনের বিজয় উত্থান সরল, শুভ্রতায়। স্বপ্ন দেখে এই ফেরিওয়ালা নতুনের বিজয় মানবতা, নৈতিকতা আর মূল্যবোধে বাঁধা।
- নাম : ঘুণে ধরা শহরে
- লেখক: ওয়ালিউল ইসলাম ২
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789848069349
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022