

প্রোপাগান্ডা
আগেকার যুগে রাজারা ঘোড়া হাঁকিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, যুদ্ধ করে, রক্তপাত ঘটিয়ে রাজ্য দখল করত। তবে সেটা ছিল কেবল ভূমির দখল। বিজিত রাজ্যের মানুষের হৃদয়ের দখল এভাবে পাওয়া যেত না। ভয়ের শাসনে তারা অসহায় আত্মসমর্পণ করত কেবল।সময় বদলেছে। বদলেছে যুদ্ধের ধারণা। বদলে গেছে বিজিত বস্তুও। ভূমির বদলে এখন দখল হয় মানুষের মন-মগজ।
কেননা, ভূমির চেয়ে মগজের দখল শতগুণ বেশি কার্যকরী ও স্থায়ী।কোনো রক্তপাত নেই; অস্ত্র কিংবা সৈন্যবাহিনী কিছুরই প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কিছু সাজানো-গোছানো ও ‘বিশ্বাসযোগ্য’ তথ্যের সমাহার।আর তা প্রচারের মোক্ষম মাধ্যম তথা মিডিয়া। ব্যস, কেল্লাফতে।মিডিয়াসন্ত্রাসের এই যুগে তথ্যই অস্ত্র। আর এই সন্ত্রাসী কার্যকলাপই এককথায় ‘প্রোপাগান্ডা’ নামে পরিচিত। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্য নামক অস্ত্র ব্যবহার করে যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, তারই ‘কী-কেন-কীভাবে’-র উত্তর খোঁজা হয়েছে এ বইতে।
- নাম : প্রোপাগান্ডা
- লেখক: সাজিদ হাসান
- সম্পাদনা: জাকারিয়া মাসুদ
- সম্পাদনা: ডা. শামসুল আরেফীন
- প্রকাশনী: : সন্দীপন প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 332
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- ISBN : 9789849706304
- প্রথম প্রকাশ: 2023