
ভূমি জরিপ পদ্ধতি ও টেকনিক্যাল রুলস
"ভূমি জরিপ পদ্ধতি ও টেকনিক্যাল রুলস" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কর্মকাণ্ডের নিরন্তর সঙ্গী ভূমি। এ মূল্যবান ভূমির মালিকানা নিষ্কন্টক ও নিঝঞ্জাটভাবে উপভােগ করা মানুষের একটি ন্যায্য প্রত্যাশা। কিন্তু ভূমির রেকর্ড সংক্রান্ত কিছু জটিলতা এ বিষয়টিকে সাধারণ মানুষের কাছে করে রেখেছে দুর্বোধ্য। সঠিক রেকর্ড প্রস্তুতের জন্য জরিপ কাজে দক্ষ লােক পাওয়া দুষ্কর এবং রেকর্ড প্রস্তুতিও একটি সুদীর্ঘ কালের কর্মকান্ড হিসেবে বিবেচিত হয়, যার ফলে এর কার্যকারিতা ক্ষুন্ন হয়। এ বিষয়টিতে জ্ঞানার্জনের একটি অন্যতম প্রতিবন্ধক হল ভূমি জরিপ পদ্ধতি বিষয়ে বিস্তারিত বর্ণনাসহ বাজারে প্রামাণ্য পুস্তকের অভাব। অথচ সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতের অন্যতম উপায় হল ভূমি জরিপ পদ্ধতি তথা ভূমির খতিয়ান ও নকসা প্রণয়নের কার্যক্রম সম্পর্কে সৃষ্ট ধারণা অর্জন। জরিপ কর্মী, জরিপ বিভাগীয় কর্মকর্তা, ভূমি ব্যবস্থাপনায় জড়িত কর্মকর্তা, কর্মচারী এবং ভূমি সম্পর্কে ধারণা অর্জনে ইচ্ছুক সাধারণ জনগণ সকলের জন্যই এ কথা সমভাবে প্রযােজ্য।
উপরােক্ত বিষয়টি বিবেচনা করে লেখকদ্বয়ের রচিত ‘ভূমি জরিপ পদ্ধতি ও টেকনিক্যাল রুল' শীর্ষক পুস্তকের পাণ্ডুলিপি আমি আগ্রহ সহকারে পড়েছি। আমি অনুভব করেছি, লেখকদ্বয় মাঠকর্মে ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত দায়িত্বে নিয়ােজিত থেকে অর্জিত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ প্রদানের জন্য কঠোর অধ্যয়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের শ্রমসাধ্য প্রতিফলন ঘটিয়েছেন পুস্তকটি রচনায়। পুস্তকটিতে অন্তর্ভুক্ত ভূমি রেকর্ড প্রণয়ন সংক্রান্ত আপাতঃ জটিল বিষয়াদির প্রাঞ্জল ও সহজবােধ্য উপস্থাপনা পুস্তকটিকে পাঠক সমাদৃত করবে এবং সময়ের চাহিদা মেটাতে কাংখিত ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমি এ প্রশংসনীয় উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।
- নাম : ভূমি জরিপ পদ্ধতি ও টেকনিক্যাল রুলস
- লেখক: অমৃত বাড়ৈ
- প্রকাশনী: : খোশরোজ কিতাব মহল
- পৃষ্ঠা সংখ্যা : 214
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ : 2009