হযরত ওয়ায়েছ ক্বরণী (রা:) এর জীবনী
বর্তমান মধ্য প্রাচ্যের যুক্ত আরব প্রজাতন্ত্রের অন্তর্গত ইয়েমন দেশের করণ নামক স্থানে মাহবুবে খােদা আশেকে মুহাম্মদ (সাঃ) হযরত ওয়ায়েছ করণী (রহঃ) জন্মগ্রহণ করেন। তাঁহার জন্মস্থান করণ নামক স্থানটি একটি মহল্লা কি একটি মৌজা ছিল, এই বিষয়ে বর্ণনাকারীদের মধ্যে যথেষ্ট মতভেদ পরিলক্ষিত হয়। বিখ্যাত ধর্মীয় গ্রন্থ “শহরে মেশকাত" নামক
গ্রন্থের লেখক করণকে একটি মৌজা বলিয়া বর্ণনা করিয়াছেন, আবার বাহার রমুজের গ্রন্থকার মহাত্মা সুলতানুল আশেকীন হযরত জালালুদ্দিন মুহমুদ যে মাল ফুযাত বা উপদেশ বাণী সংকলন করিয়াছেন, তাহানে ৰূরণ নামক স্থানকে ইয়েমনের একটি মহল্লা বলিয়া উল্লেখ করিয়াছেন। উক্ত স্থানটির নামকরণ সম্পর্কে জানা যায়, এই মহল্লায় অথবা মৌজায় যখন সর্বপ্রথম দালান নির্মাণের জন্য মাটি খনন করা হইয়াছিল তখন একটা গরুর শিং পাওয়া গিয়াছিল। গরুর শিংকে আরবী ভাষায় করণ বলা হয়, এই কারণে এই মহল্লা বা মৌজাটিকে করণ বলা হইয়া থাকে। বলা বাহুল্য সেই হইতে এই স্থানটি করণ নামে প্রসিদ্ধি লাভ করে। অপর আর এক বর্ণনায় জানা যায়, ইয়েমন হইতে তিন মঞ্জিল দূরে | তালে জোবায়েদ নামক একটি শহর ছিল।
এই শহরটি তখনকার দিনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল। এই শহরটির অদূরে শাওর নদীর উপকূলে ফেজা নামক বন্দরে মহবুবে রব্বানী হযরত খাজা ওয়ায়েছ করণী (রহঃ) জন্মগ্রহণ করিয়াছিলেন। এই প্রসঙ্গে বলিতে হয় যে, উপরােক্ত বর্ণনাগুলি তুলনামূলকভাবে | বিবেচনা না করিয়া নিঃসন্দেহে ইহাই বলা যায় যে, হযরত ওয়ায়েছ করণী। | (রহঃ) ইয়েমন দেশের অন্তর্গত 'করণ' নামক স্থানেই জন্মগ্রহণ করিয়াছিলেন। এই কারণে তিনি “ওয়ায়েছ করণী” নামে সর্বত্র প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। তাঁহার নামের শেষে করণ শব্দটি ব্যবহৃত হয়।
- নাম : হযরত ওয়ায়েছ ক্বরণী (রা:) এর জীবনী
- লেখক: রশিদ আহমেদ
- প্রকাশনী: : শিরীন পাবলিকেশন্স
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- পৃষ্ঠা সংখ্যা : 79
- প্রথম প্রকাশ: 2016