
একগুচ্ছ অসমাপ্তি
সায়মন ‘একগুচ্ছ অসমাপ্তি’ উপন্যাসের প্রধান চরিত্র বা বলা চলে নায়ক। সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে। কিন্তু তার কোনো চাকরি নেই। নানা কারণে সমাজের কাছে সে অচ্যুত হয়ে পড়েছে। তার ভালোবাসার মানুষ অনামিকা। কিন্তু পরিবার সমাজের চোখরাঙানিতে সেও কিংকর্তব্যবিমূঢ়। জানালা থেকে শুধু চেয়ে থেকে তার ভালোবাসার মানুষটির গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়া দেখা ছাড়া কিছুই করার নেই। ইফতেখার ফয়সাল উপন্যাসের শুধুতেই একটি কাব্যবোধের সূচনা করেছেন। তিনি লিখেছেনÑ বৃত্তের পরিধি নিয়েই কিছু মানুষের বেঁচে থাকা, আবার কিছু মানুষ মুখিয়ে থাকে প্রত্যাশার প্রাপ্তির জন্য। প্রাপ্তিটা মনে হয় শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই। স্মার্ট কিন্তু অসহায়, যোগ্যতা আছে কিন্তু যোগাযোগ নেই! মহানগরী ঢাকার বুকে ময়মনসিংহ থেকে সামন্য একটা ব্যাগ নিয়ে ঢাকা আসে ভাগ্যের পরিবর্তনে। পরিচিত বলতে এক বন্ধু তাওহীদ ছাড়া কেউ নেই।
কিন্তু ওর ওখানে আথিতেওতা পায় কিন্তু আশ্রয় পায় না। পথেই হয় সাময়নের ঠিকানা। চায়ের দোকানী এক চাচার সাথে পরিচয় হয় সায়মনের। চাচা সায়মনকে চিনতে পারে যে সে আসলে অসহায় আশ্রয়হীন। চাচার পরিবারে আশ্রয় পায় সাময়ন। চাচা এমনিতেই অনেক দরিদ্র কিন্তু এই দরিদ্রতার মাঝেও সায়মনকে আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দেন। সমাজে অনেক বিত্তবান মানুষ আছে কিন্তু তাদের নেই কোনো দায়িত্বজ্ঞান। তারা নিজেদেরকে নিয়েই মত্ত থাকে। কারো উপকারে আসে না। সায়মন পরিশ্রমী ছেলে। একটা চাকরি জুটিয়ে নেয় খুব শিঘ্রই। ইংরেজি ভালো জানায় টুরিস্ট গাইড হিসেবে চাকরি পেয়ে যায় সায়মন। নিজের মেধা বুদ্ধি দক্ষতা দিয়ে টুরিস্ট ও মালিকপক্ষের মন জয় করে নেয় সায়মন। একেক দল টুরিস্টের সাথে ঘটে একেক রকম অভিজ্ঞতা।
২২৪ পৃষ্ঠার এই দীর্ঘ উপন্যাসটি পড়তে শুরু করলে শেষ না করে আর স্বস্তি মিলবে না। একটার পর একটা ঘটনা চুম্বকের মতো আটকে রাখবে এ উপন্যাসের মধ্যে। ‘একগুচ্ছ অসমাপ্তি’ নামকরণের মধ্যেই বোঝা যায় যে ঘটনার কোনো শেষ বা ইতি নেই। ঘটনার ঘনঘটা আর ঘটনার টানাপড়েন এ উপন্যাসকে অন্যরকম মাত্রা দিয়েছে। উপন্যাসের পাঠের মেজাজ মর্জি বা উপন্যাস পাঠে যে আনন্দ পাওয়া যায় তা এ বইটিতে রয়েছে পুরো মাত্রায়। দক্ষিণ বল্লভপুর, ছাগলনাইয়া, ফেনীতে জন্ম নেওয়া ইফতেখার ফয়সাল মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশ ঘোরার পর বর্তমানে কানাডাপ্রবাসী। উত্তরোত্তর তার লেখার সৌন্দর্য্য ও সৌজন্য বৃদ্ধি পাক। নতুন নতুন উপন্যাস দিয়ে পাঠক প্রিয় হয়ে উঠুন এ প্রত্যাশা রইল।
- নাম : একগুচ্ছ অসমাপ্তি
- লেখক: ইফতেখার ফয়সাল
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- ভাষা : bangla
- ISBN : 9789848069240
- প্রথম প্রকাশ: 2019