ভয়ংকর বাগানবাড়ি
রাফসান, তুতুম ও ফারহান। ওরা তিন বন্ধু। হঠাৎ ওদের গ্রামে জোড়া খুন। কয়েক দিনের মধ্যে আরেকটা খুন। তাও আবার ফারহানের সামনে। খুনিরা যমজ ও সিরিয়াল কিলার। খুনের রহস্য খুঁজতে থাকে ফারহান ও তুতুম। ওরা জানতে পারে, রাফসানের বাবা লিয়াকত চেয়ারম্যান এই খুনের সঙ্গে জড়িত।
এরপর থেকে ফারহান নিখোঁজ! এক রাতে মামা ইশতিয়াক আহমেদ ও ভুতুকে নিয়ে চেয়ারম্যানের বাগানবাড়িতে যায় তুতুম। ভুতু তুতুমের ছোট্ট কুকুর। বাগানবাড়িতে ওদের আটকে ফেলে অপরাধীরা। বন্ধুকে উদ্ধারে ছুটে আসে রাফসান। বাবার বিরুদ্ধে শুরু হবে রাফসানের লড়াই।
ও কি পারবে তুতুম, ফারহান ও মামাকে উদ্ধার করতে? রাফসান কি পারবে নিজের বাবা ও অন্য অপরাধীদের ধরিয়ে দিতে?
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





