শূন্যতায়ও বানিয়েছি পাহাড়
কবিতার পঙ্ক্তিতে ভেসে আসে শব্দ
শব্দের সহচরী শব্দ
জলের বুদ্বুদ্...
সমুদ্রের ঢেউ গোনা চোখের পলক।
নৃত্যে ছন্দায়িত মৃত্তিকায় বাজে
নূপুরের জলসা নিক্কণ...
সূর্যের ছায়াঘন
পাখির উড়ন্ত পালকে।
প্রজাপতির ঠোঁটের
চুমুর শিহরণে বসন্তের গোলাপ।
জেগে ওঠে চর সরোবরে
বিকেলের রোদে,
আকাশে উড়িয়ে দেয় নীল পতাকা
মেঘের অবুজ বালিকা। দূর্বাডগার আয়নায় মুখ দেখে
ভোরের সূর্য,
ক্রমে ক্রমে ঢেকে ফেলে বনানীর সবুজ আঁচল।
তলায় বিছায় ছায়া শীতলপাটির;
বাতাসের সোহাগ পায়
পথিকের ক্লান্তি ঝরা ঘাম।
জোনাকির স্বয়ম্বর সভা
বাঁশবাগানের চাঁদোয়ায়।
- নাম : শূন্যতায়ও বানিয়েছি পাহাড়
- লেখক: মুকুন্দ মণ্ডল
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789848069522
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন