আমাদের ভাষা-সমস্যা
পাবলিশার’স নোট
মুহাম্মদ শহীদুল্লাহ'র এই ৯টা লেখার মধ্যে সবচে আগের লেখাটা ১৯১৭ সালের, আর সবচে পরের লেখাটা ১৯৪৮ সালের। বাংলা-ভাষা'র শুরু কোন সময় থিকা, এর গঠন বা ব্যাকরন কেমন হইতে পারে এবং এর সামাজিক ব্যবহার কেমনে করা যাইতে পারে - এই নিয়া হইতেছে লেখাগুলা। <br> এখন মুহম্মদ শহীদুল্লাহ্'র লেখাগুলা যে হারায়া গেছে - তা না, বরং 'খেয়াল না করতে পারার' বা এক ধরনের ইনটেকচুয়াল ইনভিজিবিলিটি'র মধ্যে আছে। মানে, বাংলা-ভাশায় এই যে কথার লগে লেখার মিল নাই মুহম্মদ শহীদুল্লাহ সেইটারে না-জানা বা ভুল-জানা বা ঠিকমতো বুঝতে-না-পারা হিসাবে ভাবতে রাজি থাকলেও, এইটা খালি বেয়াকরণের সমস্যা না, বরং শোশিও-পলিটিকাল ঘটনাই অনেকটা। ভাশা একটা কালচারাল উপাদানই না, পলিটিকাল টুল। আর বানান এর একটা খুবই ক্রুশিয়াল পার্ট। এই জায়গা থিকা না দেখতে রাজি হইলে ভাশা ও বানান নিয়া গোঁড়ামি (আশলে এলিটিস্ট পজিশন) কখনোই ছাড়তে পারা পশিবল না। এখন মুহম্মদ শহীদুল্লাহ যা বইলা গেছেন, তা আমাদেরকে অক্খরে অক্খরে পালন করতে হবে - ব্যাপারটা কখনোই তা না, কিন্তু যেই বেইজ থিকা উনি কথাগুলা বলতেছেন সেইগুলারে আমলে না নিয়া, বরং ভাশা বিষয়ে আলাপে সামনে না রাখাটা কোন কাজের জিনিস না আর কি! পুরান লেখা হইলেও এই লেখাগুলার অনেকগুলা আরগুমেন্ট-ই এখনো ভ্যালিড আসলে। তো, লেখাগুলা পড়তে পারেন, আবার।
মুহাম্মদ শহীদুল্লাহ'র এই ৯টা লেখার মধ্যে সবচে আগের লেখাটা ১৯১৭ সালের, আর সবচে পরের লেখাটা ১৯৪৮ সালের। বাংলা-ভাষা'র শুরু কোন সময় থিকা, এর গঠন বা ব্যাকরন কেমন হইতে পারে এবং এর সামাজিক ব্যবহার কেমনে করা যাইতে পারে - এই নিয়া হইতেছে লেখাগুলা। <br> এখন মুহম্মদ শহীদুল্লাহ্'র লেখাগুলা যে হারায়া গেছে - তা না, বরং 'খেয়াল না করতে পারার' বা এক ধরনের ইনটেকচুয়াল ইনভিজিবিলিটি'র মধ্যে আছে। মানে, বাংলা-ভাশায় এই যে কথার লগে লেখার মিল নাই মুহম্মদ শহীদুল্লাহ সেইটারে না-জানা বা ভুল-জানা বা ঠিকমতো বুঝতে-না-পারা হিসাবে ভাবতে রাজি থাকলেও, এইটা খালি বেয়াকরণের সমস্যা না, বরং শোশিও-পলিটিকাল ঘটনাই অনেকটা। ভাশা একটা কালচারাল উপাদানই না, পলিটিকাল টুল। আর বানান এর একটা খুবই ক্রুশিয়াল পার্ট। এই জায়গা থিকা না দেখতে রাজি হইলে ভাশা ও বানান নিয়া গোঁড়ামি (আশলে এলিটিস্ট পজিশন) কখনোই ছাড়তে পারা পশিবল না। এখন মুহম্মদ শহীদুল্লাহ যা বইলা গেছেন, তা আমাদেরকে অক্খরে অক্খরে পালন করতে হবে - ব্যাপারটা কখনোই তা না, কিন্তু যেই বেইজ থিকা উনি কথাগুলা বলতেছেন সেইগুলারে আমলে না নিয়া, বরং ভাশা বিষয়ে আলাপে সামনে না রাখাটা কোন কাজের জিনিস না আর কি! পুরান লেখা হইলেও এই লেখাগুলার অনেকগুলা আরগুমেন্ট-ই এখনো ভ্যালিড আসলে। তো, লেখাগুলা পড়তে পারেন, আবার।
- নাম : আমাদের ভাষা-সমস্যা
- লেখক: ডা. মুহাম্মদ শহীদুল্লাহ
- প্রকাশনী: : বাছবিচার বুকস
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2024
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন