সামটা: আর্সেনিক দূষণে আক্রান্ত একটি গ্রাম
সত্তরের দশকের শুরুতে পুকুর, নদীনালার পানি পান করার ফলে কলেরা, ডায়রিয়ার মত পানিবাহিত রোগের প্রকোপে বাংলাদেশের সাধারণ জনগণ যখন জর্জরিত, সে সময় দেশি-বিদেশি জনস্বাস্থ্য উপদেষ্টাদের সুপারিশে সরকার সারাদেশে অসংখ্য গভীর নলকূপ স্থাপন করে তার থেকে খাবার পানি পানে দেশের মানুষকে অভ্যস্ত করে তোলেন। কেউ তখন পরীক্ষা করে দেখেননি এই পানিতে ক্ষতিকর কোন খনিজ আছে কিনা।
ডায়রিয়া ও কলেরার প্রকোপ ধীরে ধীরে কমে আসে ঠিকই, কিন্তু এই সিদ্ধান্তের প্রায় দুই দশক পর আবিষ্কৃত হয় যে, দেশের অনেক অঞ্চলর নলকূপই আর্সেনিক নামক বিষাক্ত উপাদান দ্বারা দূষিত। ততদিনে দেশের অগণিত মানুষ আর্সেনিক জনিত রোগে মৃত্যুবরণ করেছেন অথবা আক্রান্ত হয়েছেন।
আর্সেনিকের দূষণে ব্যাপকভাবে আক্রান্ত একটি গ্রামের নাম সামটা, এবং মনজুয়ারা পারভীন নিজে একজন আক্রান্ত পল্লীনারী, যিনি এশিয়া আর্সেনিক নেটওয়ার্কে কাজ করার সূত্রে অন্যান্য আর্সেনিক আক্রান্ত পরিবারদের সেবা করবার এবং তাদের দুর্দশা খুব কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছেন।
- নাম : সামটা: আর্সেনিক দূষণে আক্রান্ত একটি গ্রাম
- লেখক: সালেহ মুস্তাফা কামাল
- প্রকাশনী: : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
- ভাষা : bangla
- ISBN : 9789845061759
- প্রথম প্রকাশ: 2013





