

মহিলা সাহাবীদের জীবন চিত্র
ইসলামের শুরু হতেই ইসলামের প্রচার ও প্রসারে মহিলারা নিরলস কাজ করে গেছেন বিভিন্নভাবে। ইসলামী সমাজ নির্মানে তাদের আছে ব্যাপক অবদান। আমরা তার কতটুকুই বা জানি । মুসলিমদেরকে জানতে হয় অতীত ইতিহাস । সেই ইতিহাসের একটা অংশ জানানোর চেষ্টা করেছেন ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ তার বইয়ে ‘মহিলা সাহাবীদের জীবন চিত্র’ । বইটিতে কয়েকজন মুসলিম মহিলা সাহাবীদের জীবনকথা তুলেধরেছেন। যেখানে আমরা জানতে পারব তাদের ইসলামের প্রতি দরদ ভালোবাসা । যা আমাদেরকে আরো বেশি ইসলামের প্রতি ধাবিত করবে।
বইটি কেন পরবেন?
বইটি নারী সাহাবিদের নিয়ে লেখা। বইটি প্রসিদ্ধ ৮ জন নারী সাহাবিদের নিয়ে লেখা হয়েছে। যারা ইসলামের প্রথম সারির নারী সাহাবি ছিলেন। আবার তাঁদের থেকেই আবির্ভা
ব হয়েছে ইসলামের বীর পুরুষদের। তাদের সাহায্যের ফলেই ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তাদের জীবনী সম্পর্কে না জানলে কীভাবে আমরা সত্যিকার ইসলামে প্রবেশ করব? বিশেষ করে আমাদের মা-বোনদের জন্য বইটি অমূল্য। ইসলামে নারীদের অবদান জানার জন্যও বইটি গুরুত্বপূর্ণ।
বইটি সম্বন্ধে আরও কিছুঃ
বইটিতে লেখক ড. আবদুর রহমান রাফাত পাশা সাহিত্যের রস দিয়ে নিজের মত করে লিখেছেন। এতে করে যে কোন পাঠক বইটি প্রথমবার পড়েই এর প্রেমে পড়ে যাবেন। তিনি সাহাবীদের জীবনে মূল এবং শিক্ষনীয় ঘটনাগুলো তুলে ধরেছেন। পুরো জীবনী তুলে না ধরার ফলে বইয়ের কলেবর মাত্র ৮৫ পৃষ্ঠায় সমাপ্ত হয়ে গিয়েছে। এতে করে কোন পাঠক বইটি পড়ে হাপিয়ে উঠবেন না ইন শা আল্লাহ।
বইটি সম্পর্কে আমার মতামতঃ
বইটির লেখার জাদু আমাকে অবাক করে তুলেছে। আমার মনে হয় জীননী গ্রন্থে রাফাত পাশার মত আর কেউ এত সহিত্যের রসে ভরপুর করে তুলতে পারে নি। অন্যান্য জীবনী গ্রন্থের মত এই বইটি ধরাবাঁধা নিয়মে চলে নি। লেখক নিজের মত করে লিখেছেন। তাই আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে। তবে আরও কিছু নারী সাহাবিদের জীবনী দিলে পাঠক সমাজ উপকৃত হত।
- নাম : মহিলা সাহাবীদের জীবন চিত্র
- লেখক: ড. আব্দুর রহমান রাফাত পাশা রহ.
- প্রকাশনী: : দারুস সালাম বাংলাদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 85
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2015