ইন্টারভিউ সিরিজ ৯ (হোর্হে লুইস বোর্হেস)
ইন্টারভিউয়ার:
আমাদের আলাপটা রেকর্ড করলে আপনার কোন আপত্তি আছে? বোর্হেস: না না। আপনে ঠিকঠাক মত বসান গ্যাজেটটা। এসব যন্ত্রপাতি খোলামেলা আলাপে বাধা দেয়, তবে আমি ওইটার দিকে তাকাবোই না, যেন ওইটা নাই। তো আপনের বাড়ি কই? ইন্টারভিউয়ার: নিউইয়র্কে বোর্হেস: ও নিউইয়র্ক। আমি ওখানে ছিলাম, আর ওখানে আমার অনেক ভাল লাগছিল, তো আমি নিজে নিজে কইতাম, "যাক, যেহেতু আমি বানাইছি এইটা নিউ, আর এইটাই আমার ওয়ার্ক।" ইন্টারভিউয়ার: আপনে উচা উচা বিল্ডিংগুলার ওয়াল, আর অলিগলি রাস্তার কথা কইলেন? <br> বোর্হেস: হ, রাস্তাগুলার নাম শুনলেই মুখ দিয়া বিড়বিড়ানি বাইর হইতো, ফিফথ এভেনিউ গিয়া আমি হারাই গেলাম, কিন্তু মানুষজন দয়া দেখাইছিল। আমার মনে আছে আমি লম্বা কইরা লাজুক টাইপের এক লোকরে আমি কই কাজ করি কি করি এগুলা বলতেছিলাম। টেক্সাসের লোকজন আমারে নিউইয়র্কের ব্যাপারে ভয় লাগাইছিল, কিন্তু আমার ভাল লাগছে নিউইয়র্ক। আচ্ছা, আপনে গুছাইছেন?<br> ইন্টারভিউয়ার: হ্যাঁ, ম্যাশিন কাজ করতেছে। </div>
আমাদের আলাপটা রেকর্ড করলে আপনার কোন আপত্তি আছে? বোর্হেস: না না। আপনে ঠিকঠাক মত বসান গ্যাজেটটা। এসব যন্ত্রপাতি খোলামেলা আলাপে বাধা দেয়, তবে আমি ওইটার দিকে তাকাবোই না, যেন ওইটা নাই। তো আপনের বাড়ি কই? ইন্টারভিউয়ার: নিউইয়র্কে বোর্হেস: ও নিউইয়র্ক। আমি ওখানে ছিলাম, আর ওখানে আমার অনেক ভাল লাগছিল, তো আমি নিজে নিজে কইতাম, "যাক, যেহেতু আমি বানাইছি এইটা নিউ, আর এইটাই আমার ওয়ার্ক।" ইন্টারভিউয়ার: আপনে উচা উচা বিল্ডিংগুলার ওয়াল, আর অলিগলি রাস্তার কথা কইলেন? <br> বোর্হেস: হ, রাস্তাগুলার নাম শুনলেই মুখ দিয়া বিড়বিড়ানি বাইর হইতো, ফিফথ এভেনিউ গিয়া আমি হারাই গেলাম, কিন্তু মানুষজন দয়া দেখাইছিল। আমার মনে আছে আমি লম্বা কইরা লাজুক টাইপের এক লোকরে আমি কই কাজ করি কি করি এগুলা বলতেছিলাম। টেক্সাসের লোকজন আমারে নিউইয়র্কের ব্যাপারে ভয় লাগাইছিল, কিন্তু আমার ভাল লাগছে নিউইয়র্ক। আচ্ছা, আপনে গুছাইছেন?<br> ইন্টারভিউয়ার: হ্যাঁ, ম্যাশিন কাজ করতেছে। </div>
- নাম : ইন্টারভিউ সিরিজ ৯ (হোর্হে লুইস বোর্হেস)
- লেখক: হোর্হে লুইস বোর্হেস
- অনুবাদক: মঈন উদ্দিন
- প্রকাশনী: : বাছবিচার বুকস
- পৃষ্ঠা সংখ্যা : 48
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন