

সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান
‘সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান’ বইতে আরিফ খান সাধারণ পাঠকের জন্যে চলতি রীতির বাংলা আমাদের সংবিধানকে রূপান্তরিত করেছেন। চল্লিশ বছর আগে যখন বাংলাদেশের সংবিধানের মূল বাংলা ভাষ্যের কাজ করেছিলাম তখনকার পরিস্থিতি ও প্রচলন বিচার করে আমরা ব্যবহার করেছিলাম সাধুভাষা। যেসব সংবাদপত্র তখন সাধুরীতির বাংলায় প্রকাশিত হয়েছে এখন তাদের বাহন হয়েছে কথ্যরীতি। সুতরাং সংবিধানের সর্বশেষ রূপের যে-সহজ ভাষ্য তিনি তৈরি করেছেন, তা সময়োপযোগী হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন