
উপন্যাস ত্রয়ী
সরোজিনীর ড্রয়িং উপন্যাসে ভূমিকার পরিবর্তে ঔপন্যাসিক ধ্রুব এষ চৌদ্দটি শব্দ লিখেছেন এই বইয়ের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক লিখতে পারলে ভালো হতো, কিন্তু তা না।' বলতে দ্বিধা নেই, ধ্রুব এষের যেকোনো গল্প-উপন্যাসের ভূমিকা হিসেবেই এই বক্তব্য প্রযোজ্য হতে পারে। তাঁর প্রতিটি লেখায় কল্পনা এসে ঢুকে পড়ে বাস্তবতার আঙিনায়, কখনো বাস্তব জীবন মিশেল খেয়ে যায় কল্পনার রঙে। তাঁর রংতুলির রঙের সাথে শব্দের অক্ষর মিশে গড়ে উঠতে থাকে নগরজীবনে বেড়ে ওঠা একেকটি চরিত্র।
শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা উপন্যাসের শঙ্খনীল দাস, সরোজিনীর ড্রয়িং উপন্যাসের সরোজিনী কিংবা আমার একজন মানুষ উপন্যাসের মুনশি হায়দার সকলেই পাঠকের অতি পরিচিত মুখ। দিন শেষে ঘরে ফেরার আগে এদের কারো না কারো সাথে দেখা হয়েই যায়।
দেখা-অদেখার মাঝ দিয়ে যে গল্পগুলো জমে উঠেছে, সেই গল্পই সরল গদ্যে ফুটিয়ে তুলেছেন ধ্রুব এষ তাঁর তিনটি উপন্যাসে। আলো, অন্ধকার আর মধ্যবর্তী ছায়ার আলাপন মিলিয়ে উপন্যাস ত্রয়ী হয়ে উঠেছে নগরজীবনের আয়না। যে আয়নার সামনে দাঁড়ালে পাঠকের দৃষ্টিসীমায় ফুটে ওঠে তাঁর নিজ অবয়ব।
- নাম : উপন্যাস ত্রয়ী
- লেখক: ধ্রুব এষ
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 224
- ভাষা : bangla
- ISBN : 9789846345247
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022