দারোগার দপ্তর ১
নদীয়ার জয়রামপুর গ্রাম ও আশাপাশে তখন অর্থাৎ ১৯ শতকে বাঘের উৎপাত বড্ড বেশি। বাঘ বলতে সুন্দরবনের বেঙ্গল টাইগার নয়। চিতা জাতীয় বাঘ যাকে স্থানীয়ভাবে নেকড়ে বাঘ বলে। লেজসহ যার আকার ৮-১০ হাত পর্যন্তও দেখা যেত।
একদিন সন্ধ্যার সময় ভীষণ রব উঠলো প্রিয়নাথদের বাড়ির পাশ্ববর্তী বাজার থেকে, বাঘ এসেছে! বাঘ এসেছে! পাশ্ববর্তী হলেও অর্ধ মাইল সেপথে ঘন জঙ্গল আর বাঁশ বাগান। প্রিয়নাথের মা মুক্তকেশী দেবী পুত্রের সাহস পরীক্ষার নিমিত্তে বললেন যে, বাড়ি হতে সে পথ ধরে বাজারে পৌছাতে পারলে পুত্রকে এক টাকার সন্দেশ উপহার দিবেন।
প্রিয়নাথ অতি সাগ্রহে বাজারের পথে বেরিয়ে পড়লো, পথে বাঘের সাথে দেখাও হয়ে গেল কিন্তু কোন দ্বন্দ্ব হয়নি। নির্বিঘ্নেই সে বাজারে পৌছাতে পেরেছিল। মাও কিন্তু ছেলেকে এভাবে ছেড়ে দিতে পারেননি। গোপনে বাড়ির একজন পরিচারক ঠিক সঙ্গে দিয়েছিলেন। এই ঘটনার সময় প্রিয়নাথের বয়স মাত্র ৭ কিংবা ৮।
বড় হয়ে এই শিশু হয়েছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়, যাকে বলা হয়েছে বাংলা গোয়েন্দা গল্পের পথিকৃৎ।
- নাম : দারোগার দপ্তর ১
- লেখক: প্রিয়নাথ মুখ্যোপাধ্যায়
- প্রকাশনী: : উপকথা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 712
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023