
মহিলাদের ওয়াজ (দ্বিতীয় খণ্ড)
সম্মানিতা মা ও বােনেরা আমার! মহান আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, | বিধানদাতা, রিজিকদাতা এবং সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানাও তারই হাতে। আমাদেরকে একদিন ফিরে যেতে হবে তাঁরই কাছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরদিন কেউ এখানে থাকতে পারবে না, এক এক করে সবাইকেই চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে। সৃষ্টিজগত সবই একদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহই থাকবেন। তাই আমাদের সকলেরই উচিত আমরা যেন প্রকৃত বন্ধু হিসেবে আল্লাহকে গ্রহণ করি।
আল্লাহ আমাদের এমন এক বন্ধু যিনি পূর্বেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন, তাঁর কোনাে লয় নেই, ক্ষয় নেই, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। যে বন্ধু আমার সু-সময়ে আছেন, দুঃসময়েও আছেন তিনিই প্রকৃত বন্ধু, যে বন্ধু আমার সু-সময়ে আছেন কিন্তু দুঃসময়ে নেই সে কখনাে প্রকৃত বন্ধু হতে পারে না। মা আমার! একটু ভেবে দেখ কিছু বন্ধু আছে যারা শুধু দুনিয়াতে আছে, আখেরাতে নেই। মৃত্যুর পর কিছু বন্ধু থাকবে যারা আমাকে গােসল করাবে, কাফনের কাপড় পরাবে, কিছু বন্ধু থাকবেন যারা আমার জানাজার নামাজ পড়বেন, কিছু বন্ধু থাকবেন যারা আমাকে কবরে নামাবেন, মাটির নিচে রেখে আসবেন। একাকী করে রেখে আসবেন, শুধু অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যায় না, কেউও আমাকে দেখে না।
ঐ কঠিন মছিবতের সময় তােমার আমার একমাত্র বন্ধু হচ্ছেন আমার ও তােমার মাওলা পাক আল্লাহ। সরলা মা আমার! ঐ কঠিন মছিবতের বন্ধুই তাে প্রকৃত বন্ধু। ঐ বন্ধুর হাতেই তাে রয়েছে কবর, হাশর, পুলসিরাত, জান্নাত ও জাহান্নাম। তাই ঐ বন্ধুকে বন্ধু বানানাের এখনইতাে একমাত্র সময়। চক্ষু বন্ধ হলে আর বন্ধু বানানাের সুযােগ নেই। তাই সময় থাকতে এখনই আল্লাহকে বন্ধু বানাও; - তােমার জন্য থাকবে আল্লাহর জান্নাত। আর যদি আল্লাহকে বন্ধু না বানিয়ে | দুনিয়ার খেয়াল তামাশায় লিপ্ত থাক তবে জাহান্নামও কিন্তু আছে।
- নাম : মহিলাদের ওয়াজ (দ্বিতীয় খণ্ড)
- লেখক: ড. মোঃ গোলাম কিবরিয়া
- প্রকাশনী: : অপটিমাম পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 256
- ভাষা : bangla
- ISBN : 9789849390961
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020