 
            
    শিশুর বুদ্ধি বিকাশ ও নিরাপত্তা
শিশুর ভুবন ভুলানো হাসি কার না ভালো লাগে। কিন্তু আমাদের সামান্য অবহেলা-অযত্ন শিশুর এই হাসি-আনন্দ যেকোনো সময় বিষাদে রূপ নিতে পারে। প্রতিটি মানুষ মাতৃগর্ভ থেকে শুরু করে বিকাশের একই ধাপ অতিক্রম করে পর্যায়ক্রমে শিশু থেকে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। একটি শিশু কী রকম পরিচর্যার ভেতর দিয়ে বিকাশ লাভ করছে তার ওপর নির্ভর করে শিশুটির সুস্থতা, মেধাবী হয়ে উঠা এবং সত্যিকার মানবসম্পদে পরিণত হওয়া। জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৮৯ অনুযায়ী, প্রতিটি শিশুর বেঁচে থাকা ও পরিপূর্ণ বিকাশ লাভের অধিকার রয়েছে। সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে শিশুদের অধিকার সুরক্ষার জন্যে বাংলাদেশ ইতোমধ্যে শিশুনীতি ২০১১, শিশু আইন ২০১৩ ও শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩ প্রণয়ন করেছে।
শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সঠিক পরিচর্যা, উন্নত শিক্ষা এবং আদর্শ জীবনমানের ভেতর দিয়ে শিশু সর্বোচ্চ সহায়তা ও নিরাপত্তা পেয়ে বেড়ে উঠতে পারলে আজকের শিশুরাই সুদৃঢ়ভাবে আগামীর হাল ধরতে পারবে। শিশু অধিকার রক্ষার দায়িত্ব কেবলমাত্র সরকার বা রাষ্ট্রের নয়; মা-বাবা, দাদা-দাদি, ভাই-বোন, শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ অর্থাৎ শিশুদের সাথে কোনো না কোনোভাবে জড়িত সকলকেই শিশু যত্নকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যেন শিশুর পরিপূর্ণ বিকাশে নিরাপদ স্থান হয়ে উঠতে পারে। আমাদের প্রতিশ্রুতি হোক- 'আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই।'
- নাম : শিশুর বুদ্ধি বিকাশ ও নিরাপত্তা
- লেখক: জসিম উদ্দিন মাসুদ
- প্রকাশনী: : রিদম প্রকাশনা সংস্থা
- পৃষ্ঠা সংখ্যা : 240
- ভাষা : bangla
- ISBN : 9789845200974
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ (2) : 2023

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




