

স্বপ্নের চেয়েও বড়
অশান্ত, বর্বর এ পৃথিবীতে সবাই সুখ চায়, শান্তি চায়। হাজারো কষ্ট-ক্লে শ ও পেরেশানীর পরও মানুষ চায় একমুঠো সুখ। একটু আরাম। একটু বিশ্রাম।
গ্রাম-শহর-দেশ সবকিছুই এখন উন্নত হচ্ছে। উন্নতি-অগ্রগতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। কিন্তু সভ্যতা-সংস্কৃতির দ্রুত প্রচার-প্রসারের এ সময়েও মানুষ দিন-দিন মানবিক ও আত্মিক দিক দিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ জীবন-যাপন অনেকটা অসম্ভব হয়ে যাচ্ছে। যেখানে সবচে’ সুখের সময় উপভোগ করার কথা ছিলো, সেখানে উল্টো অশান্ত পরিবেশ দেখা যাচ্ছে। মানুষ তার স্রষ্টা কর্তৃক নির্দেশিত পথ না জেনে, না মেনে ও না চলে সেই কথিত শান্তির কুয়াশাচ্ছান্ন পথে দৌঁড়াচ্ছে।
শান্তি ও সুখের আশায় সেমিনার-সিম্পোজিয়াম হচ্ছে। মোটিভেশন স্পীকারবৃন্দ পরিবর্তনের আলো দেখাচ্ছেন। মানুষ সাময়ীক তৃপ্ত হচ্ছে। উজ্জীবিত হচ্ছে। কিন্তু যেসব মোটিভেশন স্পীকারের মাধ্যমে বিত্তবানরা সুখ খোঁজে, দিনশেষে দেখা যায় খোদ মোটিভেশন স্পিকারগণ অসুখী। সকল পেরেশানী সমাধানকারী মনোবিজ্ঞানীরাও মনোরোগে আক্রান্ত। কারণ প্রকৃত মোটিভেশন থেকে সবাই দূরে। সবাই সুখের উৎসধারা থেকে সরে গিছয়ে মরীচিকায় সুখ তালাশ করছে।
অথচ পবিত্র কুরআন-হাদীস ও আধ্যাত্মিক মনীষীদের নির্দেশনাই প্রকৃত মোটিভেশন। সুখের ঝর্ণধারা। যে ঝর্ণাধারা শতাব্দী থেকে শতাব্দীকাল ধরে মানুষের আত্মিক প্রশান্তিদান এবং তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণে চেষ্টা করে যাচ্ছে।
তরুণ মেধাবী আলেম, মাহমুদ তাশফীন স্রোতের বিপরীতে হেঁটে গৎবাধা নিয়মের বাইরে গিয়ে সে কাজটি করতে চেয়েছেন। প্রচলিত মোটিভেশনের পাশাপাশি প্রকৃত মোটিভেশন, সুখ ও সফলতার চাবিকাঠি তুলে ধরেছেন বইয়ের পাতায় পাতায়।
- নাম : স্বপ্নের চেয়েও বড়
- লেখক: মাহমুদ তাশফিন
- প্রকাশনী: : চেতনা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 72
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন