মিথের শহর
চীনে সবকিছুই চলে নিজস্ব রীতিতে। এটাই চীনের বৈশিষ্ট্য। কারাে কোনাে বিশেষ দিনে হংপাও’ উপহার দেয়া সেখানকার নিয়ম, বাংলায় যাকে বলে লাল খাম। বাংলাদেশে ঈদ-পূজা-পার্বণ কিংবা বিয়ে-জন্মদিনে নানা উপহার দেয়ার প্রচলন রয়েছে। পরীক্ষায় ভালাে ফলাফল করলেও উপহার দেয়ার রীতি রয়েছে। উপহার দেয়াতেও চীনে রয়েছে ভিন্নতা। তারা হংপাও বা লাল খামেই বেশি স্বাচ্ছন্দ্য। যেকোনাে উৎসব-আনন্দে কাউকে উপহার দিতে হলে চীনারা।
লাল খাম নিয়ে হাজির হন। মূলত চীনা লুনার কালেন্ডারে নববর্ষ পালনকালে ব্যাপকভাবে হংপাও একজন আরেকজনকে বিনিময় করে। এ-পদ্ধতিতে যাকে উপহার দেয়া হচ্ছে সে যতক্ষণ খাম না খুলছে ততক্ষণ জানতে পারছে না কত আরএমবি উপহার এসেছে। কারণ, কত অর্থ আছে এটি তাে জানার সুযােগ আগ থেকে নেই। নতুন বছরের শুরুর দিন সকলেই মুখিয়ে থাকেন দিনটির জন্য। বিশেষত ছােটরা। কারণ, আশীর্বাদ বা রােগমুক্তিসহ নানা সমস্যায় পড়লে ছােটরা যেন অর্থকষ্টে না থাকে সেজন্য বড়রা হংপাও দিয়ে থাকে।