নেলসন মেন্ডেলার ভাষণ
আমাদের ফাইট কাল্পনিক না বরং বাস্তব দুঃখ-দুর্দশার বিরুদ্ধেই, রাষ্ট্রপক্ষের উকিল যেটারে কইসেন “সো-কল্ড দুঃখ-দুর্দশা”। আমরা বেসিকালি দুইটা জিনিশের বিরুদ্ধে ফাইট করি, যে দুইটা জিনিশ সাউথ আফ্রিকায় আফ্রিকান’দের জীবনের প্রতীক হয়া গেসে, এবং এইগুলারে আইনের দ্বারা সুরক্ষা দেয়া হয়, আর সেইসব আইনকে আমরা চাই গুড়ায়া দিতে। এই দুইটা জিনিশের একটা হইলো গরিবি, আর অন্যটা হইলো মানুষ হিসাবে উপযুক্ত মর্যাদা না পাওয়া। আফ্রিকানরা সম্মানজনক মজুরী চায়। আফ্রিকানরা নিজের যোগ্যতা মোতাবেক কাম পাইতে চায়, গভরমেন্ট যে কামকে তাদের যোগ্য মনে করে তাদের উপর চাপায়া দেয় তারা সেইটা মাইনা নিতে চায় না। আফ্রিকানরা সেই জায়গায় বসত করতে চায় যেখানে সে কাম জুটায়, তারা চায় না তাদেরকে কোথাও থেইকা উচ্ছেদ করা হবে এ কারণে যে সে ওখানে জন্মায় নাই। আফ্রিকানরা যেখানে কাজ করে তারা সেখানে জমির মালিকও হইতে পারতে চায়, তারা অন্যের বাড়িতে ভাড়া থাকার জন্য বাধ্য হইতে চায় না।
আফ্রিকানরা জেনারেল পপুলেশনের অন্তর্ভূক্ত হইতে চায়, তারা তাদের ঘেটো’র (ghetto) ভিতরে আবদ্ধ থাকতে চায় না। আফ্রিকান পুরুষ চায় সে যেখানে কাম করে সেই এলাকাতেই নিজের বউ-বাচ্চা লইয়া থাকতে পারতে, তারা মেন’স হোস্টেলের আন-নেচারাল জীবন চায় না। আফ্রিকান মহিলারা তাদের পুরুষের সাথে থাকতে চায়, তারা রিজার্ভ এর ভিতরের বিধবা জীবন চায় না। আফ্রিকানরা রাত এগারোটার পরেও বাইরে আসতে চায়, তারা চায় না তাদেরকে ছোট বাচ্চার মতো ঘরে আটকায়া রাখা হোক। আফ্রিকানরা তাদের নিজ দেশের ভিতরে ট্রাভেল করতে পারতে চায়, তারা তাদের মর্জিমতো যেকোনো জাগায় চাকরি খুঁজতে চায়, তারা চায় না এটা লেবার বুরো থেইকা ঠিক করে দেয়া হোক যে তারা কোথায় চাকরি নিতে পারবে এবং কোথায় পারবে না। আফ্রিকানরা গোটা সাউথ আফ্রিকার উপর তাদের ন্যায্য হিসসা বুইঝা পাইতে চায়; তারা সিকিউরিটি চায়, তারা সমাজে নিজেদের অংশটা পাইতে চায়। সবকিছুর উপরে আমরা চাই সমান পলিটিকাল রাইটস, কারণ সেটা না থাকলে আমাদের দূর্বলতা’গুলি হবে চিরস্থায়ী। আমি জানি শাদা’দের কাছে এটা একটা রেভলুশনারি কথা, যেহেতু সমান পলিটিকাল রাইটস মানে বেশিরভাগ ভোটার হবে আফ্রিকান। এটার কারণে শাদা’রা ডেমোক্রেসিকে ভয় পায়।
- নাম : নেলসন মেন্ডেলার ভাষণ
- লেখক: নেলসন ম্যান্ডেলা
- অনুবাদক: লাবিব ওয়াহিদ
- প্রকাশনী: : বাছবিচার বুকস
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : paperback