শেখ মুজিব শেখ রাসেল ছেলেবেলার গল্প
পিতা-পুত্রের সম্পর্ক জন্মের সুতোয় বাঁধা থাকে, অবিচ্ছেদ্য সে সম্পর্ক, সেটাই স্বাভাবিক। কিন্তু মৃত্যুও কি পারে পিতা-পুত্রকে একই সুতোয় এমন নিবিড়ভাবে বাঁধতে! আমাদের এই বাংলাদেশে সেই দুঃসহ দৃষ্টান্ত আছে। এ দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তাঁর তিন পুত্র কেবল জন্মবন্ধনে আবদ্ধ নয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মৃত্যুও তাদের বেঁধেছে অভিন্ন বন্ধনে । দশ বছরের শিশু রাসেলও রক্ষা পায়নি ঘাতকের হাত থেকে। অথচ কে না জানে তখন তার ফুলের মতো ফুটবার সময়, নদীর মতো ছুটবার সময়। সে সুযোগ তার ঘটেনি। রাসেল অবিকশিত অগ্নিকুসুম হয়েই জেগে আছে।
ওইটুকু মাত্র ছেলেবেলা তার। কত-না বর্ণিল আর স্বপ্নে ভরা! শেখ রাসেলের ছেলেবেলার নানান ঘটনা নিয়ে লেখা হয়েছে অসামান্য কিছু কল্পগল্প। আর আছে শেখ মুজিবের ছেলেবেলার গল্প। আমাদের জাতির পিতা শেখ মুজিব। হিমালয়ের মতো বিরাট মানুষ তিনি। তাঁরও ছিল শৈশব-কৈশোর জোড়া নানান দুরন্তপনার গল্প। খেলার মাঠের কিংবা ইশকুল বদলের স্মৃতি। মা-বাবার আদরমাখা পারিবারিক জীবনের বর্ণিল ঘটনা; এই সবকিছু নিয়ে লেখা হয়েছে শেখ মুজিবের ছেলেবেলার গল্প। পিতা মুজিব এবং পুত্র রাসেল—কারো জীবনই পরিপূর্ণতায় বিকশিত হতে পারেনি। তাই কথাশিল্পী রফিকুর রশীদ দৃষ্টি দিয়েছেন দুজনের আলোকিত ছেলেবেলার দিকে।
তাঁদের ছেলেবেলার নানান ঘটনার সঙ্গে কল্পনার রং মিশিয়ে রচনা করেছেন অন্যরকম কিশোরগল্প। সেই অসামান্য কিশোরগল্পগুলো নিয়ে আগামী প্রকাশনীর বই শেখ মুজিব শেখ রাসেল : ছেলেবেলার গল্প।
- নাম : শেখ মুজিব শেখ রাসেল ছেলেবেলার গল্প
- লেখক: রফিকুর রশীদ
- প্রকাশনী: : আগামী প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 104
- ভাষা : bangla
- ISBN : 9789840430086
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023