
রমণীর রূপচর্চা ও স্বাস্থ্যরক্ষায় ইয়োগা
ভূমিকা
সুন্দর হতে কে না চায়! পৃথিবীর প্রতিটি মানুষই সৌন্দর্য পছন্দ করে। অনেকে আছেন নিজেকে একটু সুন্দর করে সাজাতে পারলেই ভাবেন তিনি সুন্দরী হয়ে গেছেন। আসলে সাজগোজ সৌন্দর্য পরিস্ফুটনের একটা অন্যতম হাতিয়ার বা মাধ্যম। তবে ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা নেই। আপনার হাঁটা, বসা, দাঁড়ানো, কথা বলা, হাসা এসবই হলো সৌন্দর্য পরিস্ফুটনের এক একটি মাধ্যম। সুতরাং এগুলোর সংমিশ্রণে সঠিক সৌন্দর্য প্রকাশ করতে হবে।
সুন্দর কোন কিছুর ব্যাখ্যা দেবার সময় কবি বা লেখকরা দুটো মাধ্যম ব্যবহার করেন। তাদের একটি হলো আমাদের চির পরিচিত প্রকৃতি আর অপরটি মেয়েদের সৌন্দর্য। কারণ, সৃষ্টির শুরু থেকে মেয়েদেরকে সৌন্দর্যের অনন্য আধার হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সৃষ্টিকর্তা। এইসাথে অবশ্য একটি কথা সকলকে স্বীকার করতেই হবে যৌবনে সকলেই সুন্দর। সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তবে, মেয়েদের শরীরে এমন কিছু বিষয় আছে যা তাকে সুন্দর হতে সহায়তা করে থা এটা তার বাড়তি পাওনা। সুতরাং যুক্তির হিসাব মতে পৃথিবীর প্রতিটি মে সুন্দর। তবে এই সৌন্দর্যের প্রকৃত প্রকাশ হতে হবে যথাযথ। অর্থাৎ নি সৌন্দর্যকে সঠিক পদ্ধতিতে প্রকাশ করার মানসিকতাও থাকতে হবে।