এ শহরে কেউ কারো নয়
এ শহরে আমরা যারা বসবাস করছি
চোখ বন্ধ করলে আমরা কি কোনো প্রকৃত বন্ধুর চেহারা দেখতে পাই হৃদয়ের আয়নায়।
পঁচানব্বই শতাংশ মানুষই আমরা হয়তো বন্ধু বলতে শুধুমাত্র একটি শব্দকে বুঝি যার কোনো অস্তিত্ব খুঁজে আর পাইনা এ শহরে।
দূরের মানুষ, বাইরের মানুষ বাদ;
স্বামী স্ত্রী যিনারা একসঙ্গে বাস করেন যখন তাদের দেহদ্বয় পুরো দূরত্বহীন তখনো তারা হয়তো একে অপরের বন্ধুত্বের ব্যাপারে ভীষণ উদাসীন; ছেলে মা, বাবা মেয়ে, ভাইবোন ইত্যাদি গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোও আজকাল কেবল সামাজিক একটা প্রথার মতো যেন কোনো শৃঙ্খল যা মুক্তি খোঁজে।
আজকাল এ শহর থেকে উপহার বা হাদিয়া শব্দেরও বিলীন ঘটেছে।
যা আছে তা কেবল বিনিময় আর ঠকানো।
এ শহরে কেউ কারো নয়।
তবে একজন আছেন, উনার সঙ্গে যারা সম্পর্কটাকে মজবুত করতে পেরেছে তাদের সহায় সব মাখলুকাত হয়।
সেই একজন আপনার আমার সৃষ্টিকর্তা
এক আল্লাহ্।
লা.ইলাহা.. ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ।
নামাজে দাঁড়িয়ে কাছের মানুষের স্বার্থপরতার চিত্র আর কতো হৃদয়ে ভাসাবো!
চের ভালো, উনার সঙ্গে সম্পর্কটাকে পাকাপোক্ত করে ফেলি-
একাকিত্বও গুছবে,
হৃদয়ও হবে প্রশান্ত,
অনন্তকালের বাসস্থানও হবে চিরসবুজ জান্নাত।
- নাম : এ শহরে কেউ কারো নয়
- লেখক: ডা. মোজাম্মেল হক
- প্রকাশনী: : দাঁড়িকমা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





