
মননে হাটে রুদ্রনীল
ব্যস্ত পৃথিবী, অশান্ত সময়। তবু প্রাপ্তি- অপ্রাপ্তি, বন্ধুত্ব-প্রেম-সংকট ছাপিয়ে সকল ক্লান্তি ভুলে জেগে থাকে কবির কবিতা। আলোর মিছিলে সামিল হয় কবিতা। যে কবিতায় সুন্দরকে শব্দে ধারণ করে। 'মননে হাঁটে রুদ্রনীল' কবি ফাতেমা কাওসারের প্রথম কাব্যগ্রন্থ। এখানে কবিতার শব্দ যেন আনন্দ বেদনার দোলাচালে, উপমা অলংকারে সন্ধির কথা বলছে, সম্ভাবনার ছবি আঁকছে। অহর্নিশ রুদ্রনীলে কবির ডুব সন্তরণ। অপহ্নব অন্ধকারে দ্রোহের দহনে কবির প্রেম ও আকাঙ্ক্ষার দৃঢ় উচ্চারণ সত্যের পক্ষে।
পেশায় চিকিৎসক; কবি জীবন ও জীবিকার তাগিদে জনস্রোতের ভাঙা গড়া খুব কাছ থেকে দেখেছেন। তাইতো মননে খেলে যাওয়া গভীর অনুভব তার ভাবনাকে তাড়িয়ে বেড়ায়। একইসাথে কিছুটা রহস্যময়তা আর স্মৃতিকাতরতায় কবিতা পেয়েছে ভিন্নমাত্রা। অনন্য গতিময়তা আর শব্দ নিয়ে কবির আপনমনে খেলা এঁকেছে মুগ্ধতা।
- নাম : মননে হাটে রুদ্রনীল
- লেখক: ফাতেমা কাওসার
- প্রকাশনী: : চলন্তিকা
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2021
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন