
বেইলি অ্যান্ড লাভ
আমি খুব দ্রুত তার চলে যাওয়া দেখলাম অথচ রাস্তায় কত শত ট্রাফিক ছিল, বাসের পর বাস অবলীলায় ঠাঁয় দাঁড়ানো, সিএনজি অটো রিকশা সব ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে আছে। ফুটপাথে এক চুল পরিমাণ জায়গা নেই। মানুষে মানুষে গাদাগাদি। অথচ কি মসৃণ ভাবে সে ঝড়ের গতিতে চলে গেল। আমি শুধু তার চলে যাওয়া পদরেখা দেখলাম দূর, অতিদূর। কি আলতো তার চলন।
একটি সাদা অ্যাপ্রোন একটি শত বছরের স্বপ্ন.শিশির ভেজা স্বচ্ছ আয়নার মত।পিছনে ক্ষত-বিক্ষত। যার মাঝে লুকিয়ে আছে সহস্র তন্দ্রা হারানো নিশি, সহস্র ব্যর্থতা, বন্ধুত্ব বিসর্জন,শ্রমের অমূল্য, মানসিক বিনাশ, ঝড়ে পড়া মৃত বিটপী তারপর বার বার বেঁচে ফেরা।
একবার এক প্রফুল্ল অ্যাপ্রোন পরিহিত আত্মাকে শুধালাম, কেমন আছো নক্ষত্র? সে আমার দিকে অপলক ক্ষীণ দৃষ্টিতে তাকালো। আমি স্বজন হারানো বেদনা খুঁজে পেলাম। যার কোনো ব্যাখ্যা নেই। যেমন কোনো সংজ্ঞা নেই, নিজে থেকে হারিয়ে যাওয়া জীবিত মানুষের। তার চোখ শুধু একটা b কথাই বললো, আমার কেবল মানুষ হারায়। মৃত্যু পথযাত্রা থেকে ফিরে আসা রোগীর মৃদু হাসি, তার জীবনের রূপরেখা এঁকে দেয়। শুরু হয় নতুন ভোর, নতুন গন্ধ নিয়ে। কে জানে? কে কোথায় কাকে হারাবে? হারানো মানুষ কি খুঁজে পাওয়া যায়? একটি অসংজ্ঞায়িত মনের জিজ্ঞাসা তোমাদেরও কি মানুষ হারায়?
- নাম : বেইলি অ্যান্ড লাভ
- লেখক: সানোয়ার হোসাইন
- প্রকাশনী: : বইপত্র প্রকাশন
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025