
অক্ষর শব্দকোষ
ভেবেছিলাম কত আর হবে, একশ-দেড়শ, না হয় দুশই। কিন্তু এখন দেখছি ঢের। নেই-নেই করেও এই গ্রন্থে প্রায় ৮০০ শব্দের ভুক্তি দেয়া গেছে। ভবিষ্যৎ-গবেষণার খননে এই ক্ষুদ্র ক্ষুদ্র হীরের প্রাপ্তিসংখ্যা আরও যে বাড়বে, সন্দেহ নেই। সব মিলিয়ে আমার না-জ্ঞানপনা, না-পাণ্ডিত্য।
তবুও এই মূর্খতায় নামা। বিষয়টাকে খুঁজে বের করে, কাজটাযে ভালোভাবে পারবো না, তা জেনেও কোনো মোহে বা লোভে আমি নিজের আত্মশৃঙ্খলার বাইরে চলে আসি। আত্মনিয়ন্ত্রণে এই ব্যর্থতার জন্য লজ্জিত এবং দুঃখিত। পাঠক অনুগ্রহ করে ক্ষমাঘেন্না করে দেবেন। হোক না একটা খারাপ মানের গ্রন্থনাই। তবুও প্রথমতো বটে একটা নতুন পথনির্মাণ এবং আরও দূরের গন্তব্যে পৌঁছুনোর সম্ভাবনার সৃষ্টি। সে আমিই হই বা অন্য কোনো পথিক।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন