ইসলাম ও কমিউনিজম
গত শতাব্দীর শুরুতেই তাবৎ দুনিয়ায় আছড়ে পড়ে কমিউনিজমের অবিনাশী ঢেউ। এ ঢেউয়ের প্রলয়ে ভাঙাগড়ার প্রবল খেলায় বদলে যায় মতাদর্শিক বিন্যাসের সাথেসাথে চিন্তা ও আদর্শের ভূগোল। এমন কি ভূখণ্ডের ভূগোলও বদলে যায়। পর হয়ে যায় আপন, রক্তের বন্ধন হয়ে যায় পর।
য়ুরোপ আমেরিকায় ধ্বংস ও সাফল্যের উৎসবের মাঝেই চীনে রক্তের মহাসাগরের উপর প্রতিষ্ঠিত হয় কমিউনিজম। নানা বিবর্তনের পরেও যা এখনও বহাল আছে। রাশিয়া থেকে বিদায় হলেও অধিকৃত মুসলিম দেশগুলো এর হিসাব চুকাতে গিয়ে কুরবানী দেয় লাখ লাখ উম্মতে মুহম্মদীকে।
পাশাপাশি কথিত সাম্যবাদের নামে ইসলামের সুমহান আদর্শ থেকে দূরে সরে যায় নেতৃত্ব, রাষ্ট্র ও সমাজ। পুঁজিবাদকে আপন করে নিলেও ইসলামী আদর্শ থেকে এখনও তারা বহুদূরেই আছে।
আরব আজম ও ভারতীয় উপমহাদেশের মুসলিম তারুণ্যকেও বিপুলভাবে প্রভাবিত করে কমিউনিজম। ইসলামী আদর্শের বিপরীতে মুসলমানের সন্তানরাই হয়ে দাঁড়ায় সমাজতন্ত্রের মুখপাত্র। কেউ হয়ে যায় সরাসরি মুখোমুখি। কেউবা ইসলামের সাথে কমিউনিজমকে গুলিয়ে ফেলে একেই ইসলামের আদর্শ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াতে থাকে। এই সংকট এখনও কাটেনি। বরং সময়ের সাথে নানামুখী রুপান্তরে প্রভাবিত করছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সবখানেই।
গোলাম মোস্তফা ছিলেন এ ভূখণ্ডের মুসলিম জাতিসত্তার মহান দিশারি চিন্তক। কবি হিসেবে তিনি কবিতা ও সীরাত চর্চার শিখরে অবস্থান করলেও তত্ত্ব দর্শনের খণ্ডনে ছিলেন অনন্য। এ পর্যায়ে তিনি কলম ধরেন কমিউনিজমের মুখ ও মুখোশের বয়ান উন্মোচনের কাজে। গত শতাব্দীর ষাটের দশকে তিনি লেখেন “ইসলাম ও কমিউনিজম” গ্রন্থটি। বইটি প্রকাশের পরপরই সাড়া পরে যায়। পক্ষে বিপক্ষে বিপুল তর্কবিতর্ক চলতেই থাকে। যা আজও বিদ্যামান।
আলোচ্য বইটিতে লেখক ইসলাম ও কমিউনিজমের মতাদর্শিক পরিচয় তুলে ধরার পাশাপাশি এর সাদৃশ্য ও বৈসাদৃশ্যের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। ইসলামের সাথে কমিউনিজমের বেশকিছু পর্যায়ে মিল থাকলেও মতাদর্শিক প্রেক্ষাপটে কমিউনিজম ও ইসলাম; দুটি যে আলাদা বিষয় তা লেখক সুচারুভাবে তুলে ধরেছেন।
এই বইয়ের আবেদন এখন বিদ্যামান। কমিউনিজমের ঘুলঘুলিতে আজও বাঙালী মুসলিম তারুণ্য দিশেহারা। তাই, ইসলাম ও কমিউনিজমের তুলনামূলক আলোচনার উপর গোলাম মোস্তফা রচিত “ইসলাম ও কমিউনিজম” বইটি তালবিয়া প্রকাশন নতুন করে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশাকরি বইটির নব প্রকাশ পাঠকদের ঋদ্ধ করবে।
- নাম : ইসলাম ও কমিউনিজম
- লেখক: গোলাম মোস্তফা (বাঙালি কবি)
- প্রকাশনী: : তালবিয়া প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





