
অনন্ত সংগ্রাম
কামরানকে পিছন থেকে জড়িয়ে ধরেছে বাবর। মুহূতেই তীব্র একটা শব্দ হল মাথায় আঘাত পেয়েছে সে। কপাল বেঁয়ে উষ্ণ রক্ত প্রবাহ নেমে যাচ্ছে নীচ দিকে; চোখ বেঁয়ে যাচ্ছে ঠোঁটের উপরে; নোনতা লাগছে; বাবরের মাথা ঘুরছে চারদিকে: ঘুরছে গাছ, মানুষ, দাঁড়িয়ে থাকা বাস, দালান সবকিছু।
সে ঢলে মাটিতে পরে গেল। তারপর এলোপাথাড়ি লাঠি, হকিস্টিকের আঘাত- লাখির পর লাথি। সে এসব কিছুই বুঝতে পারছে না; টের পাচ্ছে না কিছু যেন অনুভূতি শুন্য মানুষ সে। অজ্ঞান অবস্থায় পরে রইল রাস্তায়। ঐ লোকগুলো চলে গেল অন্য শিকার ধরতে। কয়েকজন প্রতিবাদকারী দৌড়ে আসল ধরাধরি করে নিয়ে গেল হাসপাতালে। হাজারো মানুষের মারামারির মধ্যে এ দৃশ্য চোখে পড়ল না সাদিয়ার। সে বাবরকে খুঁজছে এদিক ওদিক।
টেলিভিশনে সারা দেশের মানুষ দেখছে এ দৃশ্য। দেখছে উমর শেখ ও কুলতুক নিগারও। বাবর ঢলে পরার সাথে সাথেই দুজন বাবর, আমার বাবর বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পরে গেল মাটিতে। আব্দুল আহাদ পাশেই ছিল। আশেপাশে ছিল আরও কয়েকজন। দ্রুত হাসপাতালে নেওয়া হল উমর শেখ এবং কুলতুক নিগারকে। জেলা সদর হাসপাতালে ভর্তি করা হল তাদের।
- নাম : অনন্ত সংগ্রাম
- লেখক: এম এম উজ্জ্বল
- প্রকাশনী: : জ্ঞানকোষ প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789849888185
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025