
জাদুর ফাঁসি
প্রথমে আলো অন্ধকারে যাদুকর এসে উপস্থিত হলেন খালি হাতে। চুপচাপ। এক মিনিট মাথা নিচু করে কাঁদলেন। কান্না শেষে ফাঁসির দড়ি গলায় পরলেন। হল ভর্তি দর্শকের তখন দম বন্ধ অবস্থা। ফাঁসিতে ঝুলে পরার মিনিট পাঁচেক পর সবাই দেখলো হঠাৎ করে শুধু ফাঁসির দড়িটা ঝুলে আছে। যাদুকর অর্থাৎ ফাঁসিতে ঝোলা লাশটা নাই। কিছুক্ষণ পর আবার দেখা গেলো লাশটা ঝুলছে। এরকম দুই তিনবার হতে হতেই আবার হারিয়ে গেলো লাশটা। মিনিট পাঁচেক পার হয়ে যায়- লাশ নাই।
এরপর ঘটলো আরও এক ভয়ঙ্কর ঘটনা। এবার আর ফাঁসির দড়িতে নয়- দর্শকদের কারো কারো কোলে। যার কোলে দেখা যায় কেবল সেই দেখতে পায়। কোলের উপর মরা লাশ দেখে সে চিৎকার করে উঠে। তারপর দৌড়ে হল থেকে বের হয়ে যায়। অন্যরাও তার দিকে তাকিয়ে থাকে। এরপর আর একজনের কোলে। এইভাবে প্রায় সকলের কোলে ভেসে বেরাতে লাগলো সেই লাশ।
- নাম : জাদুর ফাঁসি
- লেখক: জাহিদ জগৎ
- প্রকাশনী: : জাগতিক প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 152
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন