সোজা তোমার কবরে যাও
চার্লস বুকোস্কি (১৬ আগস্ট ১৯২০ - ৯ মার্চ ১৯৯৪) কবিতা ও গদ্যে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ সমসাময়িক লেখক। জন্মগ্রহণ করেছিলেন জার্মানিতে। বাবা ছিলেন আমেরিকান সৈনিক আর মা জার্মান নাগরিক। বুকোস্কির বয়স যখন দুই বছর তখন তাকে নিয়ে আসা হয় আমেরিকায়। তার লেখা তার জন্ম শহর লস অ্যাঞ্জেলসের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছিলো। তার কবিতায় দরিদ্র আমেরিকানদের সাধারণ জীবন, লেখার নমনীয়তা, অ্যালকোহল, নারীদের সাথে সম্পর্ক ইত্যাদি তীব্রভাবে প্রকাশ পায়।
বুকোস্কি হাজার হাজার কবিতা, কয়েক’শ ছোটগল্প এবং ছয়টি উপন্যাস লিখেছিলেন, প্রকাশ করেছিলেন ৬০ টিরও বেশি বই । বুকোস্কি লস অ্যাঞ্জেলসের আন্ডারগ্রাউন্ড নিউজপেপার ওপেন সিটিতে ‘নোটস অফ এ ডার্টি ওল্ড ম্যান’ নামে কলাম লিখতেন। এফবিআই তার কলাম ‘নোটস অফ এ ডার্টি ওল্ড ম্যান’ এর কারণে একটি ফাইল খুলেছিলো এবঙ তার ওপর দনজর রাখতো। আমাদের সচরাচর জীবনযাপন আর সাহিত্য লেখার মধ্যে একটা আড়াল আছে।
বুকোস্কি তার সাহিত্যে সেই আড়াল রাখেননি। তাই তার কবিতা পড়ার আগে তথাকথিত ভদ্রলোকি লেবাস, মধ্যবিত্ত ব্যারিকেট কিঙবা মুখোশ থেকে বেড়িয়ে এসে বসতে হবে বইয়ের সামনে। আর তা না হলে পাঠক স্যাঙ স্যাঙ করতে করতে বমি করে ভাসিয়ে দিতে পারে এ বইয়ের পৃষ্ঠা। বুকোস্কির অনেক কবিতাই ভাষান্তর হয়েছে, হচ্ছে এবঙ হবে। তবে এ বইয়ে পাওয়া যাবে তার অপ্রকাশিত কিছু কবিতার স্বাদ।
- নাম : সোজা তোমার কবরে যাও
- লেখক: চার্লস বুকস্কি
- অনুবাদক: কায়েস সৈয়দ
- প্রকাশনী: : জাগতিক প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 978-984-94909-5-1
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020