পদচিহ্ন সফলদের জীবন কাহিনী
মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অর্থ- বৈভব,প্রভাব প্রতিপত্তি নাকি সন্তান সন্ততি? সর্বপ্রথম আমাদেরকে সেটাই উপলব্ধি করতে হবে। মানুষ ভেদে এই উপলব্ধির ভিন্নতা পরিলক্ষিত হয়। অনেকের মধ্যেই এই ধারণা বিদ্যমান যে অর্থ বৈভবে সমৃদ্ধ হলে প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় আর সন্তান সন্ততি সুখের সাগরে হাবুডুবু খাবে। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আব্দুর রহিম মুন্সী আর আব্দুল করিম মুন্সী আপন দুইভাই হলেও তাদের চিন্তা ও ধ্যান ধারণার মধ্যে ছিলো বিস্তর ফারাক। আব্দুর রহিম মুন্সী তার সন্তান সন্ততিকে সবচেয়ে বড় সম্পদ মনে করতেন।
তাই তাদের চারিত্রিক গঠণে মনযোগী ছিলেন, তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে তার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়েছিলো। অপরদিকে আবদুল করিম মুন্সীর মূল মনযোগ ছিলো অর্থ বৈভব বৃদ্ধির দিকে, সন্তান সন্ততিকেও তিনি কাজে লাগিয়ে দিয়েছিলেন উপার্জন বৃদ্ধির লক্ষ্যে। দিনশেষে আব্দুর রহিম মুন্সীর সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত হয়েছিলো।তার সন্তানেরা এলাকার সামাজিক কর্মকান্ডেও অগ্রগণ্য ভূমিকা পালন করে। সন্তানদের কারণে আব্দুর রহিম মুন্সীর সন্মান বহুগুণে বেড়ে গিয়েছে যা আব্দুল করিম মুন্সীর কপালে জুটেনি। তাই নির্দ্বিধায় বলা যায়- সন্তান মানুষের জন্য মূল্যবান সম্পদ ও পার্থিব জীবনের সৌন্দর্য।
- নাম : পদচিহ্ন
- সম্পাদনা: মোহাম্মদ রাশেদুজ্জামান
- প্রকাশনী: : নৃ প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 216
- ভাষা : bangla
- ISBN : 97898498474011
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2024