

তোমার মৃত্যুতে কি হারাবে পৃথিবী?
কলকল ছন্দে অবিরাম বয়ে চলে আমাদের জীবন-নদী। সুখ-দুঃখ আর আনন্দ-বেদনার মাঝে কেটে যায় কতগুলো বসন্ত। সময়ের পথ পরিক্রমায় একদা আমাদের জীবন-সফর সমাপ্ত হয়। আমরা ইহকাল থেকে পরকালে পাড়ি জমাই। কিন্তু কখনো কি তুমি ভেবেছো, তোমার মৃত্যুতে পৃথিবী কী হারাবে? পৃথিবীর বুকে কত মানুষ আসে, জীবন যাপন করে, আবার চলে যায়।
তাদের মধ্যে কজন অমর হয়? অধিকাংশই ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যায়। আমার মৃত্যুর পর আমার মূল্যায়ন কেমন হবে? আমি কি সেই অমর মানুষদের তালিকাভুক্ত হব, নাকি সময়ের ভয়াল স্রোতে আমিও বিলীন হয়ে যাব? আমার মৃত্যুসংবাদ শুনে কারো চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে? কেউ কি বলবে, অমুককে হারিয়ে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি। তিনি ছিলেন বলেই আমরা নিজেদের বদলাতে পেরেছি…।
নাকি আমার স্মৃতিও নিঃশব্দে মিশে যাবে হাজারো নাম-না-জানা মানুষের ভিড়ে? মূলত এটি একটি আত্মজিজ্ঞাসা, এই বইয়ের ভেতর যা বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। এই বই একটি আয়না, যেখানে তুমি নিজেকে এমনভাবে আবিষ্কার করবে, যেমনটা আগে কখনো করনি। এখানে তুমি খুঁজে পাবে জীবনের লক্ষ্য খোঁজার পথ এবং একটি অর্থবহ জীবনের প্রয়োজনীয় চিন্তা, পদক্ষেপ ও পরিকল্পনা। এই বইটি তোমার নিজেকে প্রশ্ন করতে শেখাবে। তোমাকে এমন জীবন গড়তে উদ্বুদ্ধ করবে, যার অভাব পৃথিবী একদিন অনুভব করবে। কবি কত চমৎকার বলেছেন—
এমন জীবন তুমি করিও গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
- নাম : তোমার মৃত্যুতে কি হারাবে পৃথিবী?
- অনুবাদক: মাওলানা আল আমীন ওয়াদুদ
- লেখক: আল খাদির সালিম বিন হুলাইস
- প্রকাশনী: : রিজকুন কারীম প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025