বাংলা আমার
বাংলা আমার জন্মভূমি এই দেশেরই ছেলে,
ধুলোবালি মাটির সাথে সারাদিন যায় খেলে,
গাছ গাছালি পাক পাখালি দেখি নয়ন ভরে,
নদী নালা খাল বিল বেড়াই পদ্মা নদীর চরে।
সকাল বেলা ডোবার ধারে বড়শি ধরি মাছ
শাপলা তুলি বিলের মধ্যে যখন ফুটে সাজ,
বাবলা তলায় বসে থাকি যখন সূর্য উঠে,
মাঠের মধ্যে খেলতে যাই সবাই যখন ছুটে।
বই খাতা নিয়ে স্কুলে যাই মানুষ হবো বলে
ঘোষের ঘাড়ে দয়ের স্বাদ মিয়েটাই ঘোলে,
বাবলার ডালে ডাকে ঘুঘু বটতরুতে পেঁচা,
ফড়িং ধরে ধানের ক্ষেতে লম্বা এক ফ্যাচা।
মাটির টানে যাই যে ছুটে অনেক দূরের পথ,
গাড়ি ও নাই ঘোড়াও নাই ঝিমিয়ে যেত রথ।
দুই পাশে তে ধানের ক্ষেত সোনালী আশ পাট
গগনে কালো ছড়িয়ে আছে অফুরন্ত সেই মাঠ।
ক্ষেতের আইলে নাস্তা খায় আমার দেশে কৃষক,
ছাগলের দল কালো যেন দেখতে লাগে মিশুক।
ফসলের মাঠে বলাকার ঝাক ধবধবে সাদা,
- নাম : বাংলা আমার
- লেখক: আল এমরান
- প্রকাশনী: : নবপ্রত্যুষ প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





