
টেলিভিশন সংবাদ উপস্থাপনা
গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়েই বাংলা ভাষায় প্রচুর বই দরকার। এ বিষয়ে গবেষণার পাশাপাশি, যাঁরা এসব মাধ্যমে কাজ করছেন তাঁদের অভিজ্ঞতা নিয়েও লেখা প্রয়োজন। যেহেতু বিষয়টি নিত্য পরিবর্তনশীল, সেহেতু যিনি কাজের মধ্যে আছেন, তাঁর মত ও অভিজ্ঞতার একটি বিশেষ মূল্য আছে। অনুজপ্রতিম শামীম আল আমিন বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে লিখছেন, এটি আমাদের জন্য আনন্দের বিষয়।
গণমাধ্যমের কাজের মধ্যে তিনি ভীষণভাবেই আছেন; ক্যামেরার সামনে ও পেছনে-দুদিকেই। উপস্থাপক একাধারে সংবাদমাধ্যমের; আবার দর্শকেরও প্রতিনিধি। পর্দার আড়ালে সংবাদ সংগ্রহের একটি বিশাল কর্মযজ্ঞের প্রকাশ্য অংশ জুড়ে থাকেন উপস্থাপক। তারকাখ্যাতির সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু দায়িত্ব সম্পাদনে শারীরিক ও মানসিক চাপও অনেক; যা সবার পক্ষে নেয়া সম্ভব হয় না।
আর উপস্থাপনার ব্যবহারিক দিকগুলো প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে আয়ত্ত করা সম্ভব হলেও, ভালো উপস্থাপকের যে ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা থাকা প্রয়োজন; বা অন্তত থাকবে বলে আশা করা হয়-তা দীর্ঘদিনের প্রস্তুতি ও মানসিক বিকাশ ছাড়া গঠিত হয় না। উপস্থাপনার বিষয়টি যে কেবল মেকআপ নিয়ে ক্যামেরার সামনে বসে যাওয়া নয়, তা জানলেও অনেকে মানেন না। শামীমের এই বইটি তাই সংবাদ উপস্থাপনার বিষয়ে পাঠকের সাধারণ কৌতূহল মিটিয়েও অতিরিক্ত কিছু দেবে বলে আশা করছি। সামিয়া জামান চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব
- নাম : টেলিভিশন সংবাদ উপস্থাপনা
- লেখক: শামীম আল আমিন
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9847012004081
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ : 2018