
সত্য সাদ্দাম হোসেন ও স্রাজেরদৌলা
ফ্ল্যাপে লেখা কিছু কথা
সাম্রাজ্যবাদ কী বস্তু? এই প্রশ্নের উত্তরে পর্তুগিজ শাসনাধীন গিনি বিসাউ ও সবুজ কেপের নেতা আমিলকার কাব্রাল একবার বলিয়াছিলেন, সাম্রাজ্যবাদ হইতেছে সেই মাল যাহার নিকৃষ্টিতম উদাহরণ জার্মানির নাৎসি সৈরতন্ত্র। নাৎসিদের পরাজয়ের পর ফরাসি শাসনাধীন মার্তিনিকের কবি ও রাষ্ট্রনেতা এমে সেজার লিখিয়াছিলেন, ইউরোপ ও আমেরিকার স্বাধীনতা ব্যবসায়ীরা নাৎসীদের অনুসৃত নীতি বহুদিন ধরিয়া তাঁহাদের অধীন দেশে দেশে প্রয়োগ করিয়া আসিতেছেন। হিটলারের দোষ এয়ুরোপীয় বর্বরতা তিনি খোদ এয়ুরোপবক্ষে টানিয়া আনিলেন।
এমে সেজারের বাক্য নতুন করিয়া সত্য প্রমাণ করিল ২০০৩ নাগাদ এরাকে মার্কিন দস্যুতার কূটনীতি জয়লাভের পথ খোলাসা করিয়াছিল। মার্কিননীতির সমথ্যকরা সাদ্দাম স্বৈরশাসক বলিয়া দেশে দেশে প্রচার করিতেছিলেন। একই প্রচার ১৮ ও ১৯ শতকে নবাব সুবেদার সিরাজুদ্দৌলার বিরুদ্ধেও চলিয়াছিল। মৃণায় কৃঞ্চিতনাসা সুশীল সমাজ তাঁহার নাম উচ্চারণ করিতেন ‘সাজেরদৌলা।’ সাম্রাজ্যবাদী প্রচারণা যুদ্ধ কী নোংরা হইতে পারে তাহার স্বরূপ যৎকিঞ্চিত উদঘাটন করিতেছে এই বই।এই সংস্করণে একটি নতুন অধ্যায় যোগ হইয়াছে।
ইংরেজ সর্দারের পত্রাবলি ঘাঁটিয়া ইহা দেখাইতেছে সিরাজুদ্দৌলার ঘাতক শুদ্ধ মোহাম্মদী বেগ বা মিরন একলা নহে। তাঁহার আসল ঘাতকের নাম লর্ড রবার্ট ক্লাইব।
- নাম : সত্য সাদ্দাম হোসেন ও স্রাজেরদৌলা
- লেখক: সলিমুল্লাহ খান
- প্রকাশনী: : আগামী প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789840417599
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ (2) : 2015