পরশমনির পরশে
প্রায় আঠারো বছর আগের কথা। “ওয়ারাক ওয়ারাক রওশন” নামক বৃহদাকারের একটি গ্রন্থ অধ্যয়নের সুযোগ হয়েছিল। পৃথিবীর মহা মনিষীদের মূল্যবান বাণী সংকলিত হয়েছিল তাতে চমৎকার আঙ্গিকে। গ্রন্থটি অধ্যয়ন করে সত্যিই চমৎকৃত হই। বাস্তবিকই প্রতিটি পাতা আলোকোজ্জল। তখন থেকে ভাবছিলাম বিশ্বের মহা মনিষীদের বাণী সম্বলিত একটি গ্রন্থ তৈরী করব বাংলা ভাষায়। সে আশায় প্রায় আট-নয় বছর পূর্ব থেকে উক্ত গ্রন্থটি থেকে অনুবাদ আরম্ভ করেছিলাম। সেসব মহা মূল্যবান বাণী বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল বা হচ্ছিল।
দুর্ভাগ্যক্রমে আমার এক বন্ধু বইটি আমার কাছ থেকে নিয়ে হারিয়ে ফেলেন। বহু চেষ্টা করে ভারত থেকেও আর বইটি সংগ্রহ করতে পারিনি। ইন্না লিল্লাহ.....। (বস্তুতঃ সে গ্রন্থটিও আমার ছিলনা। ছিল আমার এক সুহৃদ বন্ধু মাওলানা আলী আজম সাহেবের। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দিন। তিনি এ ব্যাপারে আমার প্রতি বিশেষ উদারতা দেখিয়েছেন।) যাই হোক, সে লেখাগুলো একত্রিত করলাম। আরো সংগ্রহ করলাম প্রিয় শিষ্য মাওলানা আবদুস সাত্তারের নিকট থেকে মূল্যবান একটি গ্রন্থ “মাখযানে আখলাক”।
ইরাক থেকে আমার কাছে আসে একটি মাসিক আরবী পত্রিকা “আত-তারবিয়াতুল ইসলামিয়া”। এদুটো থেকেও আমি বিশেষভাবে উপকৃত হয়েছি। এছাড়া বিভিন্ন গ্রন্থ ও পত্র-পত্রিকা থেকে বিন্দু বিন্দু করে সংগ্রহ করেছি মনিষীদের মোতি সদৃশ মহামূল্যবান স্মরণীয় উক্তিগুলো। তাঁদের এসব অভিজ্ঞতালব্দ বাণী আমার অন্তরে ভীষণ প্রভাব সৃষ্টি করে।
আমার প্রবল ধারণা, এসব বাণী সম্মানিত পাঠকের হৃদয়-মনকে ভীষণভাবে নাড়া দিবে, তনুমনকে আলোকোজ্জল ও উপকৃত করবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা মুসলিম মনিষীদের এসব উক্তি দ্বারা উপকৃত হলে শ্রম সার্থক মনে করব।যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুকরিয়া। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামীঊল আলীম।
- নাম : পরশমনির পরশে
- লেখক: মাওলানা নোমান আহমাদ
- প্রকাশনী: : শিবলী প্রকাশনী
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- পৃষ্ঠা সংখ্যা : 160
- প্রথম প্রকাশ: 2022