
পথিক পরান
মানুষের বুঝি পাখিমন থাকে। সেই মন উড়তে চায়, ঘুরতে চায়...! রয় অঞ্জনের মনও পাখিমন। সুযােগ পেলেই তিনি উড়াল দেন। কোথায় না যান? পাহাড় থেকে সাগর, নদী থেকে বন... সব পথের পথিক তিনি, পরান ভরে আনন্দ কুড়ান। সেই আনন্দের উৎস- মাটির প্রতি তার টান আর মানুষের জন্য তার সম্মু বােধে। কোন সুদূরের এক আদিবাসী যুবক, অটোর একজন ড্রাইভার, পালপাড়ার মাটির মানুষটিকেও তিনি সখা করে নেন।
রয় অঞ্জনের পথিক পরান ভ্রমণ কাহিনির একটি সংকলন। দেশে-বিদেশে তার ঘােরাঘুরির কয়েকটি অভিজ্ঞতার বয়ান। ভ্রমণ বৃত্তান্ত হলেও মাটি ও মানুষই প্রধান। তাকানাে আর দেখার মধ্যে যে যােজন ফারাক, তা জানেন রয় অঞ্জন। লুকোছাপার বিষয়টিকে সাহসের সঙ্গে উড়িয়ে দিতেও জানেন। তার পথিক পরান তাই মায়া-মমতায় জড়াজড়ি করা এক আন্তরিক আখ্যান, যা পরানের কোন গহীনে যেন নাড়া দিয়ে যায়। পাখির মতাে মন যাদের, পথিকের প্রাণ যাদের, চোখের দেখা আর প্রাণের কথা মিললেই না তাদের খানিক শান্তি! পথিক পরান-এ সেই শান্তি অপার।