

কথিত আহলে কুরআন দাবি খণ্ডন ও আপত্তি নিরসন
দিগন্ত আঁধার করে ধেয়ে আসা ফেতনাসমূহের মধ্যে ভয়ঙ্কর এক ফেতনা হচ্ছে কথিত কুরআনবাদ বা হাদিস অস্বীকারের ফেতনা। যার পতাকাবাহীরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করে এবং কথায় কথায় কুরআন মানার আপাতমধুর দাবি করে। তাদের যেকোনো লেখায় ও বয়ান-বক্তৃতায় কুরআনের একের পর এক উদ্ধৃতি দেখে মনে হয়, এরা বুঝি খুব বড় কুরআন-প্রেমিক বা কুরআন-বিশেষজ্ঞ।
কিন্তু আসলে যে তারা ইসলাম, মুসলমান ও কুরআনের ঘোরতর দুশমন, তা একেবারেই সুনিশ্চিত ও সন্দেহাতীত। কুরআনবাদের অন্তরালে তাদের মূল এজেন্ডা হলো ইসলামের প্রকৃত শিক্ষা-দীক্ষাকে বদলে দেওয়া, হাদিসের ওপর অমূলক সংশয় সৃষ্টি করে হাদিসকে প্রশ্নবিদ্ধ করা, সর্বোপরি মুসলমানদেরকে বেঈমান করা।
এই কুরআনিস্ট সম্প্রদায় নিজেদের গোমরাহি ও কুফুরি চিন্তাধারার প্রচার-প্রসার করছে খুব জোরালোভাবে, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। ফলে এই ফেতনার অসহায় শিকার হয়ে অসংখ্যা মুসলমান হারাচ্ছে তাদের সারা জীবনের সঞ্চিত ঈমান-আমলের অমূল্য ধন।
হাদিস অস্বীকারকারী এই ভ্রষ্ট দলের ধোঁকাবাজি, জালিয়াতি, কুরআনের অর্থবিকৃতি এবং তাদের বিভিন্ন দাবি ও আপত্তির জবাবেই রচিত “কথিত আহলে কুরআন : দাবি খণ্ডন ও আপত্তি নিরসন” নামক এই অনবদ্য গ্রন্থটি।
- নাম : কথিত আহলে কুরআন দাবি খণ্ডন ও আপত্তি নিরসন
- লেখক: আবদুল্লাহ হাসান কাসেমি
- সম্পাদনা: উস্তায আফফান বিন শরফুদ্দীন
- প্রকাশনী: : নবধারা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 320
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2024