

মুক্তিযুদ্ধের গল্প
বাতাসে সবুজ ধান দোল খেতে খেতে যখন সমুদ্রের ঢেউয়ের মতাে ধানের সবুজাভ যৌবনে আছড়ে পড়ে গানের শব্দ ভেসে বেড়ায় ঠিক তখনি ইব্রাহীম খবরটি জানতে পারে। সে চোখ তুলে আকাশ দেখলাে। দক্ষিণে বিশাল মাঠ, উত্তরে রাজাজীর দীঘি। পূর্ব পশ্চিমটাও ফাঁকা, সবুজ মাঠের মাঝামাঝি দাড়িয়ে ধানের সখ্যতার নৈসর্গিক সৌন্দর্যের মাঝে অন্যরকম সংবাদ ওকে বিচলিত করে তােলে। | সারাদেশ উত্তপ্ত। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শেষে সারাদেশের মানুষ খৈ ফোটার মতাে উত্তপ্ত-উন্মনা অধীর চিত্তে স্বাধীন বাংলার স্বপ্নে যখন উচাটন, সবুজের মাঝে দাড়িয়ে থাকা ইব্রাহীমের হৃদয়ে জ্বলে উঠে আগুন।
চারদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারাে সে বাংলার রূপ আর স্বাধীনতার প্রেরণায় কেমন জানি বিভাের হয়ে দৌড়াতে থাকে। দীঘির পাড়ে তখন কোন জনমানবের চিহ্ন নেই। চারদিকে শুধু শূন্যতা আর সবুজের সমারােহ। মুক্তিযুদ্ধে যেতে হবে। এরই মাঝে গ্রামের অনেকেই চলে গিয়েছে যুদ্ধে।
শুধু আয়েশার কথা ভেবে যুদ্ধে যাবে কি যাবে না সিদ্ধান্তহীনতায় থাকে ইব্রাহীম। আয়েশাকে ছেড়ে যুদ্ধে যাওয়ার কথা ভেবে ওর বুকে কাঁপন উঠে। রক্তের প্রবাহ দ্রুত বেড়ে যায়। আয়েশা বিহীন ইব্রাহীম যেন অন্তঃসার শূন্য এক মানুষ। ওদের বিয়ের সময় অতিবাহিত হল ০৫ (পাঁচ) মাস। এই মধুর সময় মমতাঘেরা আয়েশাকে ছেড়ে যুদ্ধে যাওয়ার জন্যে কখনােবা পাগল হয়ে উঠে হৃদয়। তখন দিগবিদিগ জ্ঞানশূন্য হয়ে যায় সে।
ওর মনে হয় দেশের জন্য স্বাধীনতার জন্য এই ধানক্ষেত, এই দীঘি, এই রূপসী বাংলার প্রকৃতি সবকিছু পেছনে ফেলে ছুটতে হবে তাকে। | সারাদেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে খান সেনারা ছড়িয়ে পড়েছে। মুক্তিযােদ্ধাদের সাথে ইতােমধ্যে অনেক স্থানেই সংঘর্ষ তুমুল পর্যায় পৌছে গেছে।
- নাম : মুক্তিযুদ্ধের গল্প
- লেখক: মঈনুদ্দিন কাজল
- প্রকাশনী: : রিদম প্রকাশনা সংস্থা
- ভাষা : bangla
- পৃষ্ঠা সংখ্যা : 92
- ISBN : 9848319832
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2008