
জীবনের জলছায়া
সবুজ শ্যামল ছায়াঘেরা আমাদের গ্রাম আলো বায়ু স্বচ্ছ জল বাঁচাইছে প্রাণ। পথের পাশে মাঠভরা সোনার ফসল বাড়ির চৌধারে ফুটে কত ফুল আর ফল। কৃষাণ-কৃষাণির বুক আনন্দে ওঠে ভরে যখন পাকা ধান রবি শস্য তোলে ঘরে। পোষে হাঁস মোরগ কবুতর গরু ছাগল আয় করে অনেক টাকা আনন্দে পাগল। বাড়ির আঙিনায় কত সবজি ও গাছ অক্সিজেনের ফ্যাক্টরি কী সতেজ নিঃশ্বাস। গড়ে তুলেছে ‘একটি বাড়ি একটি খামার’ সগর্বে বলে নেই কোনো অভাব আমার। নেই কোনো নিরক্ষর এখন গ্রামে ঘরে ঘরে শিক্ষার্থী কত শান্তি প্রাণে। অভাব পালিয়ে গেছে সবাই আছে সুখে নেই দুঃখ-আনন্দের জোয়ার সবার বুকে। রোজ রোজ ভেজালবিহীন খাদ্য খায় বেঁচে আছে সুস্থ দেহে কত সুখ পায়। নেই শব্দদূষণ নেই মতিঝিলের জ্যাম নেই ভোগান্তি চিন্তাই ফকিরের ঘ্যান ঘ্যান।
- নাম : জীবনের জলছায়া
- লেখক: মোহাম্মদ আকবর খান
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- ভাষা : bangla
- ISBN : 9789848069608
- প্রথম প্রকাশ: 2020
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন