
হিটলারের আত্মকথা
"হিটলারের আত্মকথা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
১৯৪৫ সালের ৩০ এপ্রিল, বেলা সাড়ে তিনটের অল্প পূর্বে হিটলার তার অ্যার-য়েভ-শেলটার থেকে বেরিয়ে করিডরে এলেন। সঙ্গে তার নবপরিণীতা বধূ এফা, প্রায় পনেরাে বৎসরের ‘বন্ধুত্বে'র (হিটলার শেষ উইলে এই শব্দটিই ব্যবহার করেছেন-বস্তুতঃ নিতান্ত অন্তরঙ্গ কয়েকজন অনুচর ভিন্ন দেশের লােক জানত না। যে হিটলার ও এফার মধ্যে সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর) পর তিনি প্রায় চল্লিশ ঘণ্টা পূর্বে এঁকে বিয়ে করেন। করিডরে গােবলস বরমান প্রভৃতি প্রায় পনেরােজন তার নিকটতম মন্ত্রী, সেক্রেটারি, সেনাপতি, স্টেনাে, খাসঅনুচরচাকর সারি দিয়ে দাঁড়িয়েছিলেন। হিটলার ও এফা নীরবে একে একে সকলের সঙ্গে করমর্দন করলেন। তারপর নিতান্ত যে কজনের প্রয়ােজন তারা করিডরে রইলেন- বাদবাকিদের বিদায় দেওয়া হলাে। হিটলার ও এফা খাস কামরায় ঢুকলেন। অনুচরেরা বাইরে প্রতীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে পিস্তলের গুলি ছোড়ার শব্দ শােনা গেল। অনুচররা আর কিছুক্ষণ অপেক্ষা করলেন। তারা ভেবেছিলেন দুটো শব্দ হবে। সেটা যখন শােনা গেল না, তখন তারা কামরার ভেতরে ঢুকলেন। সেখানে দেখতে পেলেন, তিনি সামনের দিকে ঝুঁকে বসে আছেন, কিংবা পড়ে আছেনও বলা যেতে পারে। তার খুলি, মুখ এবং যে সােফাটিতে তিনি বসেছিলেন সব রক্তাক্ত । কেউ কেউ বলেন, কপালের ভিতর দিয়ে গুলি চালিয়েছিলেন। তার কাঁধে এফার মাথা হেলে পড়েছে। এফার কাছেও মাটিতে একটি ছােট পিস্তল ছিল কিন্তু তিনি সেটা ব্যবহার করেননি। বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন।
- নাম : হিটলারের আত্মকথা
- অনুবাদক: ড. আনু মাহ্মুদ
- প্রকাশনী: : ন্যাশনাল পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 496
- ভাষা : bangla
- ISBN : 98498490080376
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2015