সংগীতালোকের পথে
সংগীতালোকের পথে গ্রন্থের দশটি প্রবন্ধ দশদিগন্তের হলেও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণের পথে নতুন তত্ত্ব ও জ্ঞানচর্চার সন্ধান দিয়েছেন লেখক। সংগীতবিষয়ক সাম্প্রতিক শিক্ষা ও গবেষণায় যে পন্থা ও প্রবণতা সারাবিশ্বে তুমুল আলোচনা, গ্রহণযোগ্য অথবা তর্ক তুলেছে-লেখক তা অনুধ্যান করেছেন এবং পরিভ্রমণের অভিজ্ঞতা থেকে তুলে এনেছেন। বিশেষ করে সংগীত অধ্যয়নের পদ্ধতিবিদ্যা, প্রায়োগিক নৃ-সংগীতবিদ্যা, রাষ্ট্রনীতি, সমাজ বিনির্মাণ, শিল্পের ক্ষমতায়ন, সুরের ভাষা ও দৃশ্যায়ন, ভাষা আন্দোলন ও গণচেতনা এবং বাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে অসংখ্য প্রশ্ন তুলেছেন।
এই দর্শনভাবনার যথার্থ প্রয়োগ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বচোখে দেখার সম্প্রসারিত রূপ এদেশের সংগীতানুরাগী ও শিক্ষার্থীর জন্য আকর্ষণীয় পাঠ্য হয়ে ওঠার সম্ভাবনা রাখে। এছাড়াও দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ধর্মতত্ত্ব, ফোকলোর, চলচ্চিত্র ও গণযোগাযোগ বিভাগের পাশাপাশি অনুসন্ধিৎসু সাহিত্যানুরাগীর জ্ঞানচর্চায়ও সহায়তা করবে, তা প্রত্যাশা করা যায়।





