
নির্বাচিত প্রবন্ধ নানা প্রসঙ্গ
কাব্যে আসক্ত মন-ই শঙ্খ ঘোষের রক্তগত। গদ্যলেখায় তিনি বিশেষ স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সম্ভবত, স্বযাচিতভাবে কখনো গদ্যে তাঁর মন ওঠেনি। কিন্তু ‘বাইরের চাপের বশীভূত হয়ে’ যখন কিছু লিখে ফেলেছেন, তখন সেটা সংবেদী পাঠকের জন্য নিতান্ত কম আস্বাদযোগ্য হয়নি। বর্তমান গ্রন্থের ‘নিঃশব্দের তর্জনী’ রচনাটি গদ্যকবিতা হিসেবে পাঠ করলে ক্ষতি নেই। আবার ‘আইয়ুবের ধর্ম’ প্রবন্ধটি হয়ে উঠেছে নিপুণ তত্ত্ববিচার। কবি এখানে তত্ত্বশিল্পী-একের ভিতর দুই, একই-সঙ্গে। এ বইয়ের প্রত্যেকটি রচনায় তথ্যের সঙ্গে মিলেছে অন্তর্দৃষ্টি, মনোহর ভঙ্গির সঙ্গে মিশেছে অনুপম ভাষা। অভিজ্ঞতা আর নানা জ্ঞানের উপাদেয় আলোচনায় এ বই উপভোগ্য।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন