
মুসলিম-খ্রিস্টান সংলাপ
লেখক পশ্চিমের মুসাফির-পাশ্চাত্যকে জানা
পাশ্চাত্যকে জানতে চাই। কানাডা, ফ্রান্স ও মার্কিন দূতাবাস থেকে আমার স্ত্রী ও আমি ভিসা সংগ্রহ করলাম। কানাডা দূতাবাস বেশি দিন নিল। তার চেয়ে কম মার্কিন দূতাবাস, আর ফরাসি দূতাবাস কয়েক মিনিট মাত্র। ফরাসি দূতাবাসের ভিসাটা ছিল ‘সেনজেন ভিসা'— তখন বিশের বেশি পশ্চিম ইউরোপীয় দেশের ভিসা এটি । ব্রিটিশ দূতাবাস বলল, কানাডাতেই বৃটিশ ভিসা নিতে পারবো ।
ফিরতি টিকিট কেনা হলো। ডলার ক্রয় করা হলো। যেহেতু শীতের সময় তাই প্রচুর শীতের কাপড় জোগাড় করা হলো। আমার স্ত্রীর জন্য বাড়তি ঔষধপত্রও জোগাড় করা হলো। ছোট্ট কোরআন শরীফ, কিছু উপহার সামগ্রী, কয়েকটি বই, কাগজপত্র গুছিয়ে রওয়ানা হলাম বিমান বন্দরে। সঙ্গে দুজনের দুটো দুটো করে চারটা বাক্স, হাত ব্যাগ, ওভারকোট ইত্যাদি। শরীরে ওভারকোট, হাতেও বাড়তি ওভারকোট।
প্রচুর কাপড় গায়ে প্রায় এস্কিমোদের মতো আমাদের চেহারা হয়ে গেছে। শীতের দেশে শীতে যাচ্ছিতো। জানুয়ারির শেষ সময়ে। বিমান বন্দরে সাক্ষাৎ হলো ম্যানচেস্টারগামী এক বাংলাদেশি ভদ্র লোকের। খুবই মুসল্লী গোছের। পরিচয় পেলাম তিনি একজন পদার্থবিদ। বিলেতেই থাকেন। পশ্চিমে থেকে ও ইসলামকে ছাড়েননি। আল্লাহ তার মঙ্গল করুন।
আমিরাতের বিমান লন্ডনগামী। দুপুর এগারোটায় ছাড়লো । আমরা দোয়া দুরূদ পড়ে আল্লাহর ওপর ভরসা করে সফর শুরু করলাম। সফর করছি, কারণ এটি তো আল্লাহ্ই নির্দেশ। কুরআনে আল্লাহ বলেন, “তিনি (আল্লাহ) তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছেন, অতএব তোমরা দিক-দিগন্তে বিচরণ করো ও তাঁর দেওয়া জীবনের উপকরণ থেকে আহার করো” । (৬৭ সুরা মুলক : ১৫ আয়াত)।
“বলো, পৃথিবীতে সফর করে দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেন। তারপর আল্লাহ আবার সৃষ্টি করবেন। আল্লাহ তো সব বিষয়ে সর্বশক্তিমান।” (২৯ সুরা আনকাবুত : ২০ আয়াত)।...
- নাম : মুসলিম-খ্রিস্টান সংলাপ
- লেখক: ড. মুহাম্মাদ সিদ্দিক
- প্রকাশনী: : শিরীন পাবলিকেশন্স
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2024