
শিয়াদের প্রতি শাশ্বত উপদে
“ইয়া আলী ! আমাকে সাহায্য করুন। মা ফাতেমা ! আমার সকল সমস্যা দূর করে দিন। হােসাইন ! আমাকে সকল বিপদাপদ থেকে রক্ষা করুন ! যাইনুল আবিদীন ! আমার দুশ্চিন্তা দূর করে দিন !”
প্রার্থনাগুলাে শুনে পাঠকসমাজ নিশ্চয় আঁৎকে উঠছেন। এভাবেও কি কেউ আল্লাহর সাথে দোয়ায়- ইবাদতে অন্য কাউকে শরীক করতে পারে?
হ্যা, পাঠকগণ! ইমামী রাফেযী শিয়ারা এভাবে আল্লাহর সাথে অন্যদেরকে দোয়ায়-ইবাদতে অংশীদার করে। যে বিষয়গুলাে এক আল্লাহই দিতে পারেন, যে বিপদাপদে কেবল আল্লাহরই সাহায্য করার ক্ষমতা রাখেন, সে বিষয়গুলােতে রাফেযী শিয়ারা তাদের ইমামদের কাছে কায়মনােবাক্যে প্রার্থনা করে। অথচ আল্লাহ বলেছেন, “তুমি যদি শির্ক করাে, তাহলে অবশ্যই তােমার আমলসমূহ ধ্বংস হয়ে যাবে।
” ইমামী শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুর বারােজন। বংশধরকে নিয়ে যে ইমামত তত্ত্ব দাঁড় করিয়েছে, তাতে সীমালঙ্ঘন শির্কের পর্যায়ে। অথচ এই ইমামরা ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। তারা শুধু আল্লাহর কাছেই বিপদে মুক্তি চাইতেন, গুনাহ থেকে মাফ চাইতেন এবং তার দিকেই নিজেদেরকে সমর্পণ করতেন। তাওহীদকে আঁকড়ে ধরে শির্ক থেকে সতর্ক করে ইমামগণ যে কথামালা বলে গিয়েছেন, সেগুলাে ইমামীদের বিভিন্ন বইয়ে বিক্ষিপ্তভাবে রয়েছে। কিন্তু অনুসরণের ভেক ধরলেও বাস্তবে ইমামদের সেই অমীয় বাণীগুলাের প্রতিফলন তাদের জীবনে নেই।
শিয়া বিষয়ে কুয়েতের একজন লেখক ও গবেষক মুহাম্মাদ সালিম আল-খিদ্বর সেগুলাে একত্র করে শাশ্বত উপদেশ’ নামে সংকলন করেছেন। অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের কাছে সেটা তুলে ধরার এটা এক ক্ষুদ্র প্রয়াস। আল্লাহ যেন বইটি শিয়াদের পড়ার সুযােগ করে দেন, বইটি কেবল তার জন্যই কবুল করে নেন। আমীন।
- নাম : শিয়াদের প্রতি শাশ্বত উপদে
- লেখক: মুহাম্মাদ সালিম আল-খিদ্বর
- অনুবাদক: আব্দুল্লাহ মজুমদার
- সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
- প্রকাশনী: : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2022