
বঙ্গবন্ধু ও আমার দেখা মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্দোলন সংগ্রাম, বিজয় একটি ইতিহাস। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের মুক্তিযােদ্ধারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকবাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহানায়ক। বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। নয় মাসের যুদ্ধটি খুব সহজ ছিল না। দেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের সমর্থন ও সহযােগিতা ছিল বলেই পাকিস্তানি হানাদাররা যুদ্ধে পরাজিত হয়েছে। যুগে যুগে মানুষ ইতিহাস জানতে চায়। আর ইতিহাস জানতে হলে বই পড়তে হবে। যারা মুক্তিযুদ্ধ স্বচক্ষে দেখেছে তাদের কাছ থেকে শুনতে হবে মুক্তিযুদ্ধের কথা ।
১৯৫২ সাল থেকে ১৯৭০ সালের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, বঙ্গবন্ধুর নেতৃত্ব, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়, রাজনৈতিক পটপরিবর্তনের বিষয়গুলাে স্থান পেয়েছে এই বইটিতে। বিশেষ করে মুক্তিযুদ্ধের দিনগুলাের কথা নিপুণভাবে বইটিতে তুলে ধরা হয়েছে। এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। এর আগে তিনি সংবাদপত্র ও সাংবাদিকতার অজানা কথা নামের একটি বই প্রকাশ করে পাঠকপ্রিয়তা পেয়েছেন। লেখক দীর্ঘ ৩১ বছর যাবত সাংবাদিক পেশায় জড়িত। তার বাবা মরহুম আঃ খালেক (কালামিয়া) ছিলেন একজন বীর মুক্তিযােদ্ধা।
- নাম : বঙ্গবন্ধু ও আমার দেখা মুক্তিযুদ্ধ
- লেখক: আসাদুজ্জামান ফারুক
- প্রকাশনী: : রিদম প্রকাশনা সংস্থা
- পৃষ্ঠা সংখ্যা : 140
- ভাষা : bangla
- ISBN : 9789845200561
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ (2) : 2023